Death trap on railgate road
রেলগেটের রাস্তায় মৃত্যুর ফাঁদ, প্রাণ হাতে নিয়ে মানুষের যাতায়াত
Bengal Times News, 8 November 2023
কাজল মিত্র, আসানসোল : পশ্চিম বর্ধমান জেলার রূপনারায়ণপুর থেকে পিঠাকেয়ারি যাবার রেলগেট এখন হয়ে উঠেছে মৃত্যুর ফাঁদ। কারন এই রাস্তা দিয়ে বাইক বা টোটো নিয়ে যাতায়াত করতে গিয়ে মানুষকে বিপদের মুখে পড়তে হচ্ছে। বিশেষ করে অটো, টোটো এবং স্কুটির আরোহীরা এই রেলগেটে প্রায়শই প্রাণঘাতী দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন। স্থানীয় মানুষজনকেই আহতদের উদ্ধার করে পিঠাকেয়ারি হাসপাতালে নিয়ে যেতে হয়। সম্প্রতি ৭ দিনে ৫ টি বড় দুর্ঘটনা ঘটেছে এই রেলগেটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাতে হয়েছে। বিষয়টি নিয়ে বেজায় ক্ষুব্ধ স্থানীয় মানুষজন।
স্থানীয় মানুষেরা জানিয়েছেন, এই রাস্তাদিয়ে প্রতিনিয়ত বহু মানুষের যাতায়াত, ডাবর মোড় থেকে পিঠাকিয়ারী গ্রামীণ হাসপাতাল, রূপনারায়ণপুর পঞ্চায়েত কার্যালয়, জীবন বীমা অফিস, এনটিপিসি সহ এই এলাকার মানুষজনকে এই রেলগেট পারাপার করেই যাতায়াত করতে হয়। কিন্তু রেলগেটে বেরিয়ে থাকা বড় বড় পাথর, এবড়ো- খেবড়ো গর্ত এমন অবস্থার সৃষ্টি করেছে যে রেলগেট পারাপার করতে গিয়ে প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছে সকলে। বার বার রেল প্রশাসন কে জানিয়েও কোন লাভ হয়নি।
আসানসোল পৌর নিগমের মেয়র তথা বিধায়ক বিধান উপাধ্যায় জানান, এই রাস্তা দিয়ে যাবার সময় আমিও দেখলাম যে খুবই খারাপ অবস্থায় রয়েছে। যেকোনো সময় বড় বিপদ হতে পারে। তাই আমি ও ঊর্ধ্বতন রেল কর্তৃপক্ষ এবং ডিআরএম এর সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করার চেষ্টা করবো।