Traditional Festival
নবদ্বীপের ঐতিহ্যবাহী রাস উৎসবকে সুন্দর ও সর্বাঙ্গীন করার লক্ষ্যে পদযাত্রা
Bengal Times News, 25 November 2023
সৈয়দ আবু জাফর, নবদ্বীপ : ঐতিহ্যবাহী নবদ্বীপের রাস উৎসবকে সুন্দর ও সর্বাঙ্গীন করার লক্ষ্যে পদযাত্রার আয়োজন করলেন বিধায়ক। শনিবার বিকেলে পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের উডবার্ন রোড থেকে নবদ্বীপের একাধিক স্কুলের খুদে পড়ুয়াদের নিয়ে শহরজুড়ে প্রদক্ষিণ করে পুনরায় উডবার্ন রোডে এসে শেষ হয়।
এদিনের পদযাত্রায় উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা, নবদ্বীপ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মনিশ নন্দী, নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহা, উপ পৌর পিতা শচীন্দ্র বসাক, নবদ্বীপ থানার ইন্সপেক্টর ইনচার্জ জলেশ্বর তেওয়ারি সহ নবদ্বীপ পৌরসভার একাধিক কাউন্সিলর। এছাড়াও ছিলেন বিশিষ্ট ব্যক্তিগণ এর মধ্যে কবি সাহিত্যিক ও লেখক জনাব সিরাজুল ইসলাম।
মূলত মদ বর্জিত রাস পালনের আবেদন জানিয়ে বিগত বছরগুলির ন্যায় এবছরও বিধায়কের নেতৃত্বে আয়োজন করা হয় এই পদযাত্রা। পদযাত্রার মধ্যে দিয়ে প্রতিটি নবদ্বীপবাসীকে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়। সামাজিক দূষণ থেকে শুরু করে শৃঙ্খলা পরাণ রাস উৎসব পালনের আবেদন জানানো হয় বিধায়কের তরফে।