Mayapur Iskcon
মায়াপুর ইসকন মন্দিরে গিরি গোবর্ধন পুজো উপলক্ষ্যে অন্নকূট উৎসব
Bengal Times News, 14 November 2023
সৈয়দ জাফর, মায়াপুর : নদীয়া জেলার মায়াপুর ইসকন মন্দিরে মহাসমারোহে পালিত হল গিরি গোবর্ধন পুজো। মঙ্গলবার এই উপলক্ষে আয়োজিত হয় অন্নকূট উৎসব। এদিন মায়াপুর ইসকন মন্দিরে সকালে মঙ্গল আরতির মধ্য দিয়ে সূচনা হয় গিরি গোবর্ধন পুজো। পাশাপাশি গিরি গোবর্ধন পুজো উপলক্ষ্যে উপস্থিত হাজারও ভক্তের মধ্যে বিনামূল্যে প্রসাদ বিতরণেরও ব্যবস্থা করা হয় ইসকনের তরফ থেকে। অন্নকুট উৎসবে ভোগের পাহাড় দেখা যায় মায়াপুর ইসকন মন্দিরে৷
গিরি গোবর্ধন পুজো বা অন্নকুট উৎসব উপলক্ষ্যে দেশ-বিদেশ থেকে হাজার হাজার ভক্ত মঙ্গলবার সকাল থেকেই সমবেত হতে শুরু করেন মায়াপুর ইসকন মন্দির প্রাঙ্গণে। এদিন বিভিন্ন ভাষায় গিরি গোবর্ধনের ওপর ধর্মালোচনার ব্যবস্থা করা হয়৷ এমনটাই জানান, মায়াপুর ইসকন মন্দিরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস। অন্নকুট উপলক্ষ্যে গিরিরাজ ভগবান গোবর্ধনকে এদিন বিভিন্ন ধরনের পদে সুসজ্জিতভাবে ভোগ নিবেদন করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠা করা হয় গিরিরাজের প্রতীক। প্রতীক নিয়ে এদিন সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে পরিক্রমা করেন দেশ-বিদেশ থেকে আগত হাজার হাজার ভক্তবৃন্দ।
মায়াপুর ইসকন মন্দিরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস আরও জানান, "ইসকনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরে মঙ্গলবার গিরি গোবর্ধন পুজো অনুষ্ঠিত হল ৷ সকালে মঙ্গলারতি দিয়ে শুরু করে সন্ধ্যায় দ্বীপ দান অনুষ্ঠান। এছাড়াও গিরিরাজের প্রতীক নির্মাণ করা হয়েছে৷ এই উপলক্ষ্যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন মন্দির কর্তৃপক্ষ।