SCROLL

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # সুপ্রিম রায়ে যোগ্য শিক্ষকদের আপাতত চাকরি বহাল # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # পূর্ব বর্ধমানে প্রথম সজল গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেল জামালপুরের আবুইঝাটি ২ পঞ্চায়েত # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১ # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

Children Day Observed পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চের উদ্যোগে কলকাতায় বর্ণাঢ্য শিশু দিবস উদযাপন


 

 Children Day Observed 


পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চের উদ্যোগে কলকাতায় বর্ণাঢ্য শিশু দিবস উদযাপন 


Lutub Ali
Bengal Times News, 15 November 2023

লুতুব আলি, কলকাতা : পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চের উদ্যোগে কলকাতায় পালিত হল বর্ণাঢ্য শিশু দিবস। সমাজে যে সমস্ত শিশুরা এক প্রকার উপেক্ষিত, রেল স্টেশন ও রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় সেই সমস্ত শিশুদের বরণ করে সংগঠনটি বিভিন্ন প্রকারের সুস্বাদু খাবার বিনামূল্যে তুলে দেওয়া হয়। ১৪ নভেম্বর শিয়ালদহর কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট ভবনে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠান ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে পৌরহিত্য করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি আরণ্যক বসু। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চের সম্পাদক চন্দ্রনাথ বসু। চন্দ্রনাথ বসু বলেন, এদিন মূল অনুষ্ঠান শুরু হওয়ার আগে সকাল থেকেই বাগনান স্টেশন থেকে শুরু করে হাওড়া স্টেশন পর্যন্ত অসংখ্য পথ শিশুদের রঙিন ভাবে বরণ করা হয় ও বিভিন্ন স্বাদের খাবার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী মুকুল চক্রবর্তী। শিশু দিবস উপলক্ষে ছিল কবিতা পাঠ, কবিতা লেখা প্রতিযোগিতা, পথ শিশুদের শীতবস্ত্র প্রদান, বিশিষ্ট চিত্রশিল্পী সৈকত খাঁড়ার সহযোগিতায় অঙ্কন প্রতিযোগিতা, চারা গাছ বিতরণ ও গুণীজন সংবর্ধনা। অনুষ্ঠানে সকলকে সম্ভাষণ জ্ঞাপন করেন সংস্থার চেয়ারম্যান শেখ মনির উদ্দিন, সভাপতি অচিন্ত্য মন্ডল, কার্যকরী সভাপতি বিউটি দাস, শহর-সভাপতি তমা কর্মকার, সহ চেয়ারম্যান শুভ্রা ঘোষ, পৌলোভি মিশ্র, বিশিষ্ট কবি সাংবাদিক ও সঞ্চালিকা মধুমিতা ধূত। 

এদিনের শিশু দিবসের অনুষ্ঠানটি আক্ষরিক অর্থে শিশু উৎসবে পরিণত হয়েছিল বলে অনেকে মনে করছেন। বিশেষ করে সমাজ থেকে বিচ্যুত, উপেক্ষিত শিশুদের এ দিনের শিশু দিবসের অনুষ্ঠানে মর্যাদার আসনে বসানোর জন্য অনুষ্ঠানে উপস্থিত সকলেই এই উদ্যোগের ভূয়ষী প্রশংসা করেন। পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চের সম্পাদক চন্দ্রনাথ বসু বলেন, শিশুরাই হলো আগামী প্রজন্মের কান্ডারী। তাদের হাতেই সমস্ত দেশ পরিচালনার ভার পড়বে। শিশু মনকে একপ্রকার আদর্শগতভাবে লালিত পালিত করলেই তবেই আমরা তাদের সুনাগরিক হিসেবে দেখতে পাবো। সমাজের উপেক্ষিত শিশুদের মূল স্রোতে ফিরিয়ে আনতে সকলকে একযোগে উদ্যোগী হতে হবে।

 অনুষ্ঠানের বিভিন্ন প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, শিব শংকর বক্সী, সুজিত কুমার বিশ্বাস, মৌসুমী লাহিড়ী, রঞ্জনা কর্মকার। অনুষ্ঠানে যে সমস্ত কবি সাহিত্যিক গবেষক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন তাঁরা হলেন বাংলাদেশ থেকে আগত খায়রুল আনাম, ড: সমরেন্দ্রনাথ দাস, ড: রঞ্জিত দাস, আব্দুল করিম, বরুণ চক্রবর্তী, উৎপল কুমার ধারা, রীনা গিরি, সুমিতা পইরা, সুপর্ণা কর্মকার, মধুসূদন বাগ, আকাশ বাইন, রানু রায়। এদিনের অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন মধুমিতা ধূত।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad