Children Day Observed
পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চের উদ্যোগে কলকাতায় বর্ণাঢ্য শিশু দিবস উদযাপন
Bengal Times News, 15 November 2023
লুতুব আলি, কলকাতা : পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চের উদ্যোগে কলকাতায় পালিত হল বর্ণাঢ্য শিশু দিবস। সমাজে যে সমস্ত শিশুরা এক প্রকার উপেক্ষিত, রেল স্টেশন ও রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় সেই সমস্ত শিশুদের বরণ করে সংগঠনটি বিভিন্ন প্রকারের সুস্বাদু খাবার বিনামূল্যে তুলে দেওয়া হয়। ১৪ নভেম্বর শিয়ালদহর কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট ভবনে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠান ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে পৌরহিত্য করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি আরণ্যক বসু। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চের সম্পাদক চন্দ্রনাথ বসু। চন্দ্রনাথ বসু বলেন, এদিন মূল অনুষ্ঠান শুরু হওয়ার আগে সকাল থেকেই বাগনান স্টেশন থেকে শুরু করে হাওড়া স্টেশন পর্যন্ত অসংখ্য পথ শিশুদের রঙিন ভাবে বরণ করা হয় ও বিভিন্ন স্বাদের খাবার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী মুকুল চক্রবর্তী। শিশু দিবস উপলক্ষে ছিল কবিতা পাঠ, কবিতা লেখা প্রতিযোগিতা, পথ শিশুদের শীতবস্ত্র প্রদান, বিশিষ্ট চিত্রশিল্পী সৈকত খাঁড়ার সহযোগিতায় অঙ্কন প্রতিযোগিতা, চারা গাছ বিতরণ ও গুণীজন সংবর্ধনা। অনুষ্ঠানে সকলকে সম্ভাষণ জ্ঞাপন করেন সংস্থার চেয়ারম্যান শেখ মনির উদ্দিন, সভাপতি অচিন্ত্য মন্ডল, কার্যকরী সভাপতি বিউটি দাস, শহর-সভাপতি তমা কর্মকার, সহ চেয়ারম্যান শুভ্রা ঘোষ, পৌলোভি মিশ্র, বিশিষ্ট কবি সাংবাদিক ও সঞ্চালিকা মধুমিতা ধূত।
এদিনের শিশু দিবসের অনুষ্ঠানটি আক্ষরিক অর্থে শিশু উৎসবে পরিণত হয়েছিল বলে অনেকে মনে করছেন। বিশেষ করে সমাজ থেকে বিচ্যুত, উপেক্ষিত শিশুদের এ দিনের শিশু দিবসের অনুষ্ঠানে মর্যাদার আসনে বসানোর জন্য অনুষ্ঠানে উপস্থিত সকলেই এই উদ্যোগের ভূয়ষী প্রশংসা করেন। পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চের সম্পাদক চন্দ্রনাথ বসু বলেন, শিশুরাই হলো আগামী প্রজন্মের কান্ডারী। তাদের হাতেই সমস্ত দেশ পরিচালনার ভার পড়বে। শিশু মনকে একপ্রকার আদর্শগতভাবে লালিত পালিত করলেই তবেই আমরা তাদের সুনাগরিক হিসেবে দেখতে পাবো। সমাজের উপেক্ষিত শিশুদের মূল স্রোতে ফিরিয়ে আনতে সকলকে একযোগে উদ্যোগী হতে হবে।
অনুষ্ঠানের বিভিন্ন প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, শিব শংকর বক্সী, সুজিত কুমার বিশ্বাস, মৌসুমী লাহিড়ী, রঞ্জনা কর্মকার। অনুষ্ঠানে যে সমস্ত কবি সাহিত্যিক গবেষক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন তাঁরা হলেন বাংলাদেশ থেকে আগত খায়রুল আনাম, ড: সমরেন্দ্রনাথ দাস, ড: রঞ্জিত দাস, আব্দুল করিম, বরুণ চক্রবর্তী, উৎপল কুমার ধারা, রীনা গিরি, সুমিতা পইরা, সুপর্ণা কর্মকার, মধুসূদন বাগ, আকাশ বাইন, রানু রায়। এদিনের অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন মধুমিতা ধূত।