Governor C V Anand Bose
নবদ্বীপে মহাপ্রভু শ্রী চৈতন্য সংস্কৃত সংস্কৃতি গবেষণা কেন্দ্র পরিদর্শন করে গেলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস
Bengal Times News, 12 November 2023
সৈয়দ জাফর, নবদ্বীপ : সংস্কৃত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে নদীয়া জেলার নবদ্বীপে মহাপ্রভু শ্রী চৈতন্য সংস্কৃত সংস্কৃতি গবেষণা কেন্দ্র পরিদর্শন করে গেলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ১১ নভেম্বর কৃষ্ণনগরের সার্কিট হাউস থেকে রাজ্যপালের কনভয় এসে পৌঁছায় নবদ্বীপের ফরেস্ট ডাঙ্গায় মহাপ্রভুর শ্রী চৈতন্য সংস্কৃত সংস্কৃতি গবেষণা কেন্দ্রে। তিনি প্রায় দু'ঘন্টা এখানে ছিলেন এবং সব দিক ঘুরে দেখেন।
পাশাপাশি ভাইস চ্যান্সেলর রাজকুমার কোঠারি সহ অন্যান্য অধ্যক্ষদের নিয়ে মহাপ্রভু শ্রীচৈতন্য সংস্কৃত সংস্কৃতি কেন্দ্রটিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে দীর্ঘ আলোচনা করেন। ভারতের পাশাপাশি বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য রাজ্যপালের তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থা নেওয়ার কথা জানান পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এদিন সন্ধ্যায় মহাবিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে কর্তৃপক্ষের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের নিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এখানে গবেষণারত ছাত্রছাত্রীদের উদ্যোগে সঙ্গীত ও নৃত্য পরিবেশিত হয়। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন নবদ্বীপ একটি অন্যতম প্রাচীন জনপদ ও শ্রীচৈতন্যের পীঠস্থান। তিনি আরো বলেন এখানে সংস্কৃত গবেষণা কেন্দ্র তৈরি হওয়ায় বর্তমান প্রজন্মকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে।