Accident
রাস উৎসব শেষে প্রতিমা বিসর্জনে দুর্ঘটনায় আহত ৩
Bengal Times News, 30 November 2023
সৈয়দ আবু জাফর, নবদ্বীপ : রাস উৎসব শেষে প্রতিমা বিসর্জনে দুর্ঘটনা, আহত ৩ জন। ঘটনাটি ঘটেছে বুধবার রাত দশটা নাগাদ নবদ্বীপ পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের ফাঁসিতলা গঙ্গার ঘাটে। ঘটনায় আহত লক্ষণ পাল, দেবব্রত ধর এবং সুশান্ত গুঁই নামে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য নবদ্বীপ হাসপাতালে নিয়ে যায়।
সেখানেই সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি করে শুরু হয় চিকিৎসা। তাদের মধ্যে সুশান্ত ধর নামে একজনের অবস্থার অবনতি হলে, বৃহস্পতিবার সকালে দুর্গাপুরে রেফার করে নিয়ে যায় পরিবারের সদস্যরা। পুলিশ ও স্থানীয় সূত্র জানতে পারা যায়, নবদ্বীপের ঐতিহ্যবাহী রাস উৎসবের তৃতীয় দিন ছিল রাস প্রতিমার নিরঞ্জন বা বিসর্জন। নবদ্বীপ পৌরসভার পক্ষ থেকে পীরতলা খাল, ফাঁসিতলা গঙ্গার ঘাটের পাশাপাশি সরকারপাড়া খালে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করা হয়। পাশাপাশি কড়া নজরদারি ছিল দিনভর পুলিশ প্রশাসনের। তারপরও ঘটে গেল একটি মর্মান্তিক দুর্ঘটনা। জানা যায় নবদ্বীপ পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের বেগুনিয়া পাড়ার ক্ষুদিরাম সংঘের পরিচালনায় শ্রী শ্রী গঙ্গা মাতাকে নিরঞ্জনের জন্য নিয়ে যাওয়া হয় ফাঁসিতলা গঙ্গার ঘাটে। রাত প্রায় দশটা নাগাদ চলছিল অন্যান্য প্রতিমার বিসর্জনের পাশাপাশি গঙ্গা মাতার বিসর্জনের প্রস্তুতি। সেই সময় হঠাৎ হুড় মুড়িয়ে গাড়ি থেকে কাঠামো সহ প্রতিমা মাটিতে পড়ে যায়। অনেকেই কোনক্রমে প্রতিমার নিচ থেকে সরে আসতে পারলেও ওই তিনজন চাপা পড়ে যায়।
পাশাপাশি এই দুর্ঘটনা দেখে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হন। তাঁকে প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ওই ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি।