Jagadhatri Puja
জগদ্ধাত্রী পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন
Jagannath Bhoumick
Bengal Times News, 20 November 2023
Bengal Times News, 20 November 2023
জগন্নাথ ভৌমিক, পূর্বস্থলী : রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এর উদ্যোগে আয়োজিত হচ্ছে জগদ্ধাত্রী মাতার পুজো। নিজের বসতভূমি পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বিদ্যানগর ষষ্ঠীতলায় জগদ্ধাত্রী মাতার মন্দিরে প্রতি বছর পুজো হয়।
সোমবার নবদ্বীপ সারদা মঠের ভদ্রা পুরি ফিতে কেটে দেবী জগদ্ধাত্রী পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অন্যান্য সন্যাসিনী ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্বস্থলী ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ কুমার মল্লিক সহ অন্যান্যরা।