Football Tournament
ল্যান্ডমাইন বিস্ফোরণে শহীদ অরবিন্দ সরকারের স্মৃতিতে ফুটবল টুর্নামেন্ট
Bengal Times News 29 November 2023
অতনু হাজরা, জামালপুর : ২০০৩ সালে ঝাড়খন্ডে ডিউটিতে থাকা কালীন মাওবাদীদের পাতা ল্যান্ডমাইন বিস্ফোরণে শহীদ হয়েছিলেন সাহাপুরের বীর সন্তান অরবিন্দ সরকার। তারপর থেকেই তাঁর স্মৃতির উদ্দেশ্যে সাহাপুর ইউনাইটেড ফুটবল অ্যাসোসিয়েশন শহীদ অরবিন্দ সরকার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে আসছে। এবছরও তারা ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিল। সেই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় সোমবার। ফাইনালে প্রতিদ্বন্দ্বী দুই দল জৌগ্রাম নন্দিনী অয়েল মিল ও হুগলির বাগনানের রাজু একাদশ। এই খেলায় খেলোয়াড়দের উৎসাহিত করতে মাঠে উপস্থিত ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, বিশিষ্ট সমাজসেবী মেহেমুদ খান, বিশিষ্ট প্রাক্তন ফুটবলার অরূপ সরকার ও লক্ষ্মী নারায়ণ হেমব্রম, পারাতল ১ পঞ্চায়েত উপ প্রধান উত্তম হাজারী, ব্লকের হুল মাহা কমিটির সম্পাদক রবিন মান্ডি সহ অন্যান্যরা।
ফাইনালে বিজয়ী জৌগ্রাম নন্দিনী অয়েল মিল দলকে নগদ ২০ হাজার টাকা পুরস্কার ও সুন্দর একটি ট্রফি। বিজিত সাহাপুর ইউনাইটেড ফুটবল অ্যাসোসিয়েশন দলকে নগদ ১৫ হাজার টাকা ও সুন্দর একটি ট্রফি প্রদান করা হয়। এ ছাড়াও আলদা আলাদা প্রচুর পুরস্কার প্রদান করা হয়েছে। বিধায়ক অলোক কুমার মাঝি ও মেহেমুদ খান বলেন ফুটবল বাঙালিদের অত্যন্ত জনপ্রিয় খেলা। রাজ্যের মুখ্যমন্ত্রী ছাত্র যুবদের মাঠমুখী করার জন্য নানা ভাবে সাহায্য করছেন। খেলায় জয় পরাজয় থাকেই। তাই যে দল হারবেন তাদের দুঃখ পাবার কিছু নেই। তাঁরা সুন্দর একটি খেলা উপহার দেবার জন্য দুটি দলকেই ধন্যবাদ জানান। ক্লাবের সম্পাদক তাপস সাঁতরা বলেন, প্রতিবছর শহীদ অরবিন্দ সরকার এর স্মৃতির উদ্দেশ্যে এই টুর্নামেন্ট তাঁরা আয়োজন করেন। আজকে এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী দলকে নগদ ২০ হাজার টাকা ও একটি ট্রফি ও বিজিত দলকে ১৫ হাজার টাকা ও একটি ট্রফি দেওয়া হয়। এছাড়া অনেক ব্যক্তিগত পুরস্কার প্রদান করা হয়। তাঁদের আজকের এই খেলায় তাঁদের আমন্ত্রণে সাড়া দিয়ে আসা অতিথিদের তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। খেলা দেখতে মাঠে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।