Accident
ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় মহিলার মৃত্যু
Saiyad Abu Jafar
Bengal Times News, 22 November 2023
Bengal Times News, 22 November 2023
সৈয়দ আবু জাফর, নবদ্বীপ : ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক অজ্ঞাত পরিচয় এক মহিলার। ঘটনাটি ঘটেছে বুধবার ব্যান্ডেল - কাটোয়া রেল লাইনের বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জিআরপি কাটোয়া থানার পুলিশ। এরপর ওই অজ্ঞাত পরিচয় মহিলার দেহটি উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য। পুলিশ ও স্থানীয় সূত্রে জানতে পারা যায়, বুধবার সকাল ৮:৪০ নাগাদ বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনের কাছে আপ লাইন পার হচ্ছিলেন অজ্ঞাত পরিচয় ওই মহিলা। সেই সময় ওই লাইনে দ্রুত গতিতে আসছিল শিয়ালদা থেকে জঙ্গিপুরগামী প্যাসেঞ্জার ট্রেনটি। ওই ট্রেনের ধাক্কায় মহিলা প্রায় কুড়ি ফুট দূরে ছিটকে পড়েন। তার মাথা হাত পা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই অজ্ঞাত পরিচয় মহিলার। মৃত মহিলার আনুমানিক বয়স ৫০ বছর। জিআরপি কাটোয়া থানার পুলিশের পক্ষ থেকে ওই মহিলার পরিচয় জানতে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে।