Dead body recover
বন্ধ ঘর থেকে এক মহিলার পচা গলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
Bengal Times News, 18 November 2023
সৈয়দ আবু জাফর, নবদ্বীপ : নদীয়া জেলার নবদ্বীপে বন্ধ থাকা ঘর থেকে এক মহিলার পচা গলা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। উদ্ধার হওয়া ওই মহিলার নাম ছবি রানী দাস। বয়স আনুমানিক ৫৫। ঘটনাটি ঘটেছে নবদ্বীপ পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের মনিন্দ্র নন্দী রোড এলাকায়। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ ঘরের দরজা ভেঙে ওই মহিলার পচা গলা দেহ উদ্ধার করে পুলিশ। এরপর নবদ্বীপ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিঃসন্তান ছবি রানী দাস বাড়িতে একাই থাকতেন। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় পূর্বস্থলী ছেড়ে বেশ কয়েক বছর ধরে মনিন্দ্র নন্দী রোড এলাকায় থাকতেন।
প্রতিবেশীরা জানান, ছবি রানী দাস খুব একটা পাড়ার লোকের সঙ্গে মেলামেশা করতেন না। ফলে তার সঙ্গে কোনও রকম যোগাযোগ ছিলনা পাড়া প্রতিবেশীদের। শুক্রবার সন্ধ্যা থেকেই কটু গন্ধ ছড়াতে থাকে এলাকায়। কিন্তু গন্ধটি কোথা থেকে আসছে তা বুঝে উঠতে পারেননি প্রতিবেশীরা। পরে ছবি রানী দাসের ঘরের দিকে নজর দিতেই প্রতিবেশীরা বুঝতে পারেন ওই ঘর থেকেই বেরোচ্ছে কটু বন্ধ। এরপর স্থানীয় থানায় খবর দিলে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। রাত সাড়ে এগারোটা নাগাদ ঘরের দরজা ভেঙে ওই মহিলার পচা গলা দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পাশাপাশি মহিলার দেহটির কোনও দাবিদার না থাকায় শনিবার দুপুরে পুলিশ ময়নাতদন্তের জন্য ওই মহিলার দেহটি শক্তিনগর জেলা হাসপাতাল মর্গে পাঠায়। কবে এবং কিভাবে ওই মহিলার মৃত্যু হয়েছে তা জানতে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।