জামালপুরের কৃষি অধিকর্তার সারের দোকান পরিদর্শনে আলোড়ন
Bengal Times News, 4 November 2023
অতনু হাজরা, জামালপুর : কৃষি অধিকর্তার সারের দোকান পরিদর্শনে আলোড়ন ছড়িয়ে পড়েছে জামালপুর জুড়ে। সামনেই আলু চাষের মরশুম শুরু হতে যাচ্ছে। তারই আগে জামালুর ব্লক কৃষি আধিকারিক সঞ্জিবুল ইসলাম নিয়মিত ভাবেই ব্লকের বিভিন্ন সারের দোকান পরিদর্শন করছেন।
শুক্রবার প্রথম তাঁরা পরিদর্শনে বের হন, তাঁর সাথে ছিলেন সজল ঘোষ (ডি ডি এ - ডাব্লিউ বি পি), বিশ্বজিৎ মন্ডল (অ্যাসিস্টেন্ট ডি এ পি পি) ব্লকের বিভিন্ন সারের দোকান ঘুরে দেখেন। শনিবার সঞ্জীবুল বাবুর সাথে ছিলেন সমীর কার্ফা (এ ডি এ এডিএমএন) বর্ধমান সদর সাব ডিভিশন, রানা ভট্টাচার্য্য (এডিএ এস এম) বর্ধমান সদর সাবডিভিশন।
এদিন জামালপুরের বিভিন্ন সারের দোকানে গিয়ে তাঁরা সব খতিয়ে দেখেন। চাষীরা নায্য দামে সার যাতে পান তার ব্যবস্থা করেন। যেখানেই তাঁরা অভিযোগ পাচ্ছেন সেখানেই তাঁরা পৌঁছে গিয়ে কোনো অনিয়ম দেখলেই সেই সারের দোকানদারকে শোকজ করছেন। চাষীরা সামনে আধিকারিকদের পেয়ে অনেক অভিযোগ করছেন। অনেকেই সঠিক দামে সার পেয়ে খুশি। সাঞ্জিবুল বাবু শনিবার আলু চাষীদের উদ্দেশ্যে বলেন গতানুগতিক সারে চাষ না করে ডি এ পি, ২০ -২০- ০-১৩,১৬-১৬-১৬, পটাশ এই সার গুলো আলু চাষে ব্যবহার করতে পারেন।