SCROLL

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # সুপ্রিম রায়ে যোগ্য শিক্ষকদের আপাতত চাকরি বহাল # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # পূর্ব বর্ধমানে প্রথম সজল গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেল জামালপুরের আবুইঝাটি ২ পঞ্চায়েত # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১ # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

World Class Neurologist ভারতীয় নিউরোলজিস্ট পেলেন বিশ্বসেরার খেতাব, ঐতিহাসিক সাফল্য


 

 World Class Neurologist 

 

ভারতীয় নিউরোলজিস্ট পেলেন বিশ্বসেরার খেতাব, ঐতিহাসিক সাফল্য


Dr. Arindam Biswas
Bengal Times News, 4 November 2023

🌑 ডাঃ অরিন্দম বিশ্বাস

শরীরের রোগপ্রতিরোধ করার ক্ষমতা - ইমিউনিটি, আর সেটিই যখন শরীরের মাংস পেশীর বিরুদ্ধে কাজ করে তা এক গভীর অসুখে রূপান্তরিত হয়। যার নাম, মায়োসাইটিস। এই রুগীদের হৃদযন্ত্র ও অটোনমিক সিস্টেম নিয়ে গবেষণা করে বিশ্বের মধ্যে সেরা নিউরোলজি গবেষক হিসাবে খেতাব পেলেন ডাঃ এম এম সামিম। ডাঃ সামিম ‘ওয়ার্ল্ড কংগ্রেস অফ নিউরোলজি’ দ্বারা সম্মানিত বিশ্বের সেরা তিনটি বেস্ট ক্লিনিক্যাল পেপার অ্যাওয়ার্ড প্রাপকের মধ্যে ভারতের এক মাত্র প্রাপক। বাকি দুজন ব্রাজিল ও মার্কিন যুক্তরাষ্ট্রের। উল্লেখ্য ডাঃ এম এম সামিম বর্ধমান মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছেন।

নিউরোলজি সম্পর্কে আলোচনা এবং নতুন নতুন গবেষণা জানতে এবং জানাতে প্রতি দু’বছর অন্তর ইন্টারন্যাশনাল কনফারেন্সের আয়োজন করে ‘ওয়ার্ল্ড ফেডারেশন অফ নিউরোলজি’। কনফারেন্সে হাজির হন নিউরোলজিস্ট এবং নিউরো সায়েনটিস্টরা। নার্ভের নতুন নতুন কী সমস্যা আসছে এই নিয়ে আলোচনায় প্রায় ৭ হাজার নিউরোলজিস্ট এবং নিউরো সায়েনটিস্ট অংশগ্রহণ করেন। 

এ বছর কানাডার মনট্রিয়েল শহরে গত ১৫ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত এই কনফারেন্সের আয়োজন করা হয়। সেমিনারে সমস্ত দেশের নিউরোলজি বিষয়ে রিসার্চ, ক্লিনিক্যাল পেপার জমা দেওয়া হয়। পরে সেগুলি পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ‘বেস্ট ক্লিনিক্যাল পেপার অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। তিনজনের মধ্যে ভারতের একজনকে সফল গবেষণার জন্য পুরস্কার প্রদান করা হয়। তাঁদের মধ্যে হলেন ব্যাঙ্গালোরের নিমহান্স হাসপাতালের নিউরোলজি বিভাগের বিশেষজ্ঞ ডা. সামিম। এই পুরস্কার প্রদান সম্পর্কে একগুচ্ছ প্রশ্নের জবাব দিলেন ডা. সামিম।

আপনাকে কেন আন্তর্জাতিক এই পুরস্কার প্রদান করা হল?

বোঝানোর সুবিধার্তে, শুরু করি জানা উদাহরণ দিয়ে, দক্ষিণ ভারতের অভিনেত্রী সামন্ত প্রভূর এক পেশির রোগ হয়, যাকে মায়োসাইটিস বলা হয়। এই রোগ হলে দেহের ইমিউনিটি মাংসপেশিকে নষ্ট করে দেয়। মাংসপেশির মধ্যে ইমিউনোলজিক্যাল রোগ হওয়ার কারণেই দেহের মধ্যে এই সমস্যা তৈরি হয়। এই রোগীদের হৃৎযন্ত্র আর নার্ভ-পেশির সংযোগ নিয়ে গবেষণার জন্য এই অ্যাওয়ার্ড আমায় দেওয়া হয় ।  

মাইয়োসাইটিস নিয়ে কীভাবে গবেষণা করলেন ?

ডা. সামিম তাঁর ডিএম ডক্টরাল থিসিস হিসেবে ব্যাঙ্গালোরের নিমহান্সের প্রখ্যাত পেশি বিশেষজ্ঞ ডা. এ নালিনী-এর টিম এবং ওই শহরের হার্টের হাসপাতাল শ্রী জয়দেবা কার্ডিয়াক হাসপাতালের সঙ্গে যৌথভাবে কাজ করেন। মায়োসাইটিস রোগের হার্ট এবং অটোনোমিক সিস্টেমের কী কী সমস্যা হয়, (যা পূর্বে অনেকাংশে অজানা ছিল) এবং উহা কীভাবে তাড়াতাড়ি নির্ণয় করা যায়, তার উপর গবেষণা করেন। এই গবেষণার সারাংশ যা, কিভাবে এই রোগ আরো তাড়াতাড়ি নির্ণয় করে , যথাশীগ্রহ চিকিৎসা করা যাই তা নিয়ে। যা ভারত তথা বিশ্বের মানুষের জন্য কল্যাণক।  

ভারত তথা বিশ্বে এই রোগের প্রভাব   কেমন ?

সারা বিশ্বে এই রোগ ১ লক্ষের মধ্যে ১৪ থেকে ২২ জনের মধ্যে হয়। দক্ষিণ ভারতের প্রখ্যাত অভিনেত্রী সামন্থা রুথ প্রভূর এই রোগ রয়েছে।

 এই পুরস্কারের পিছনে আরও কাদের অবদান রয়েছে ?

এই অ্যাওয়ার্ড নিমহান্সের ইতিহাসে প্রথম। নিমহান্সের বিশিষ্ট চিকিৎসক এবং আমার গাইড ডা. নালিনী। নিমহানসের প্রফেসর মহাশয়েরা আমাদের টীম কে শুভেচ্ছা প্রদান করেন । আমার সম্পর্কে ডা. নালিনী বলেন, ‘এটা নিশ্চয়ই আমাদের ডিপার্টমেন্টের জন্য গর্বের।' এছাড়া ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর, নিউদিল্লি), সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড (এসইআরবি, নিউদিল্লি) পুরস্কার আনার জন্য আমাকে গ্রান্ট দেয়।

এর আগে আর কী কী পুরস্কার পেয়েছেন ?

পেশেন্ট দেখা ও রিসার্চ ছাড়াও, নিউরোলজি বিভাগের বিভিন্ন উপ-বিভাগে, যেমন, ডিমাইলিনেশন, নিউরো মাসকুলার, মুভমেন্ট ডিসঅর্ডার এবং জেনারেল নিউরোলজি-এর বিভিন্ন রাষ্ট্রীয় এবং আন্তরাষ্ট্রীয় কুইজে প্রথম স্থান অধিকার করেছি। সামগ্রিক ভাবে ছয় টি কুইজ এ প্রাইজ পাই,যার মধ্যে চারটিতে প্রথম স্থান; এরকম সাফল্য ইন্ডিয়ান নিউরোলজিস্টদের মধ্যে বিরল। অন্যতম কুইজ বিজয় হল--- এশিয়ান অ্যান্ড ওশিয়ান কংগ্রেস অফ নিউরোলজি- ২০২২ (এওসিএন)। ৬টি দেশকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছিলাম। 

পড়াশোনা সম্পর্কে কিছু বলুন ?

২০১৬ সালে বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে গোল্ড মেডেল নিয়ে প্রথম হয়ে এমবিবিএস পাস করা । এর পর অল ইন্ডিয়ায় প্রথম স্থান অধিকার করে নিমহান্সের প্রবেশিকায় উত্তীর্ণ হয়ে সরাসরি নিমহান্সে ডিএম ভর্তির সুযোগ পাই । 

বর্তমানে নিমহান্স ব্যাঙ্গালোরের ডিপার্টমেন্ট অব নিউরোলজিতে কর্মরত। 


আপনার কী ‘হবি’ রয়েছে ?

পড়াশোনা ছাড়াও কিছু হবি আছে, সেটা হচ্ছে কবিতা লেখা। পেশেন্টের দুঃখ কষ্ট শুধু নিজের চেম্বারেই ফেলে আস্তে পারেননা উনি, বরং তাদের ব্যথা গুলো নিয়েই নিজের অবসর সময় তাদের কান্না গুলোকেই কবিতার ভাষা দিয়ে ফেলেন, ‘ক্যানভাস অফ অ্যাগোনি’ যা জার্নাল অফ ক্লিনিক্যাল নিউরো সায়েন্সে প্রকাশিত হয়েছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad