বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মেলনী ও জনসংযোগ সভা
Bengal Times News, 5 November 2023
কাজল মিত্র : পশ্চিম বর্ধমান জেলার প্রতিটি ব্লকে আয়োজিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলন। সেই কর্মসূচিতে রবিবার বারাবনি ব্লকের কপিষ্ঠা ম্যারেজ হলে বিজয়া সম্মেলনী ও জনসংযোগ সভা অনুষ্ঠিত হলো। বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত সিং এর নেতৃত্বে ও উদ্যোগে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক সহ আসানসোল পৌর নিগমের মেয়র তথা বারাবনি বিধানসভার বিধায়ক বিধান উপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অসীমা চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব ঐ বিশিষ্টজনেরা।
এদিনের অনুষ্ঠানে মন্ত্রী মলয় ঘটক অশুভ শক্তির প্রসঙ্গ টেনে বিজেপি কে তীব্র ভাষায় কটাক্ষ করেন। মূল্য বৃদ্ধি সাধারণ মানুষকে শোষন করে চলেছে। বিজয়া সম্মেলন ও জনসংযোগে বিজেপি সম্পর্কে মানুষকে সচেতন করেন মন্ত্রী। তিনি আরো বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বিধায়ক বিধান উপাধ্যায় বলেন, দলের নির্দেশে এক থেকে দশ তারিখ পর্যন্ত প্রতিটি জেলার ব্লকে ব্লকে এইভাবে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান হচ্ছে। এই বিজয়া সম্মেলন থেকে জনসংযোগের মাধ্যমে আগামী লোকসভা ভোটের বার্তা দেন।
এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূজা মান্ডি, মালা বাউরি, কেশব রাউত, বিশ্বজিৎ সিংহ সহ সকল পঞ্চায়েত প্রধান উপপ্রধান, সদস্য, জেলা ও ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।