Recommends for bridge construction
গুর্জোয়ানী নদীর উপর সেতু নির্মাণে পূর্ত মন্ত্রীকে সুপারিশ করলেন মন্ত্রী স্বপন দেবনাথ
Bengal Times News, 17 November 2023
জগন্নাথ ভৌমিক, কলকাতা : গুর্জোয়ানী নদীর উপর সেতু নির্মাণের সুপারিশ করলেন মন্ত্রী স্বপন দেবনাথ। কালনা-১ নং ব্লকের নান্দাই গ্রাম পঞ্চায়েতের ঘুঘুডাঙ্গা এবং নতুন গ্রামের মাঝে একটি নদী আছে, যার নাম গুর্জোয়ানী নদী। এই নদীর এপার ওপার যাতায়াতের একমাত্র মাধ্যম হলো বাঁশের সেতু। দুই পাড়ের বিভিন্ন গ্রামের কয়েক হাজার মানুষ পারাপারের ক্ষেত্রে এই বাঁশের সেতুর উপর নির্ভরশীল। বিশেষতঃ বর্ষাকালে মানুষকে প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হয়। পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে গুর্জোয়ানী নদীর উপর সেতু নির্মাণে উদ্যোগী হলেন পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ।
শুক্রবার মন্ত্রী স্বপন দেবনাথ কলকাতায় পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরী বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী পুলক রায় -কে পরিস্থিতির বিষয়ে একটি চিঠি দিয়েছেন। শুক্রবার তিনি মন্ত্রী পুলক রায় এর সঙ্গে সাক্ষাৎ করে তাঁর হাতে ওই চিঠি তুলে দিয়েছেন। মন্ত্রী স্বপন দেবনাথ চিঠিতে পূর্ত মন্ত্রী পুলক বাবুর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে লিখেছেন - আমার নির্বাচনী ক্ষেত্র ২৬৮ পূর্বস্থলী দক্ষিন-এর অন্তর্গত কালনা-১ নং ব্লকের নান্দাই গ্রাম পঞ্চায়েতের ঘুঘুডাঙ্গা এবং নতুন গ্রামের মাঝে একটি নদী আছে, যার নাম গুর্জোয়ানী নদী। কালনা ও বর্ধমান রোডের সারগোরিয়া মোড় থেকে ঘুঘুডাঙ্গা গ্রাম পর্যন্ত গুর্জোয়ানী নদীর পশ্চিম পাড় পর্যন্ত একটি পাকা রাস্তা তৈরী হয়েছে। নদীর পূর্বপ্রান্তে নতুন গ্রাম থেকে STKK রোড পর্যন্ত পাকা রাস্তাও হয়েছে। কালনা-বর্ধমান রোড এবং STKK রোডের সঙ্গে এটি একটি সংযোগকারী গুরুত্বপূর্ণ রাস্তা । প্রতিদিন কয়েক হাজার মানুষ, কৃষক, ক্ষেতমজুর, ছাত্র-ছাত্রী এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এই রাস্তাটি দুটি মূল রাস্তাকে যুক্ত করেছে। কিন্তু গুর্জোয়ানী নদীর ওপর কোন পাকা সেতু নেই। অস্থায়ীভাবে বাঁশের সেতু তৈরী করে লোকজন পারাপার করে। বর্ষার সময় প্রায়শই অতিরিক্ত জলে দুর্ঘটনা ঘটে এবং যাতায়াতের অসুবিধা হয়। প্রতিদিন হাজার হাজার মানুষ তাদের জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করে। নদীটি চওড়ায় প্রায় ৩০০ ফুট। অসংখ্য মানুষের নিরাপদে পারাপারের জন্য সেতুটি পাকা করা একান্ত আবশ্যক। গ্রামবাসীদের এটি একটি দীর্ঘদিনের দাবী।
এলাকার মানুষের সুবিধার কথা ভেবে এই সেতুটি অবিলম্বে পাকা করার জন্য সুপারিশ করছি।
আশাকরি সহানুভূতির সাথে দ্রুত পদক্ষেপ গ্রহনে সমস্যার আশু সমাধান করবেন।
এই চিঠির খবর এলাকায় জানাজানি হতেই নান্দাই অঞ্চলের কয়েকটি গ্রামের মানুষ আশায় বুক বাঁধছেন।