SCROLL

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # সুপ্রিম রায়ে যোগ্য শিক্ষকদের আপাতত চাকরি বহাল # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # পূর্ব বর্ধমানে প্রথম সজল গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেল জামালপুরের আবুইঝাটি ২ পঞ্চায়েত # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১ # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

সবুজায়নের বার্তা দিতে গাছ গ্রুপের অভিনব উদ্যোগ, বাসুদা রামকৃষ্ণ আশ্রমে শতাধিক স্মৃতি বৃক্ষ শিশু রোপন


 

সবুজায়নের বার্তা দিতে গাছ গ্রুপের অভিনব উদ্যোগ, বাসুদা রামকৃষ্ণ আশ্রমে শতাধিক স্মৃতি বৃক্ষ শিশু রোপন 



Lutub Ali
Bengal Times News, 6 November 2023

লুতুব আলি, ভাতার : গাছ গ্রুপের তত্ত্বাবধানে ভাতারে বাসুদা রামকৃষ্ণ আশ্রমে স্মৃতি বৃক্ষ রোপন করা হয়। একই দিনে ভাতারে অন্য একটি অনুষ্ঠানে গর্দানমারী গ্রামে আদিবাসী পরিবারের মধ্যে শতাধিক শিশু বৃক্ষ রোপন করা হয়। অনুষ্ঠানে পৌরহিত্য করেন গাছ গ্রুপের পুরোধা জাতীয় শিক্ষক তথা গাছ মাস্টার নামে খ্যাত অরূপ চৌধুরী। পরিবেশ প্রেমী সংগঠন পূর্ব বর্ধমানের গাছ গ্রুপ সামাজিক বনসৃজনের সঙ্গে সঙ্গে মানুষের সামাজিক জীবনেও প্রভাব ফেলেছে। বিয়ে, অন্নপ্রাশন, রক্তদান শিবির সহ যেকোনো অনুষ্ঠনে গাছ গ্রুপের সদস্যরা উপহার সামগ্রী হিসাবে শিশু বৃক্ষ নিয়ে হাজির হন। উল্লেখ্য, গাছ গ্রুপের সদস্য অভিজিৎ সোমের ২৫ বছরের পুত্র অয়ন সোমের অকাল প্রয়াণ ঘটে গত ১৮ অক্টোবর। অভিজিৎ বাবু পুত্র শোকে মুহ্যমান হলেও ছেলের স্মৃতিকে স্মৃতির মনিকোঠায় চির ভাস্বর করে রাখার জন্য ভাতারের বাসুদা রামকৃষ্ণ আশ্রমে স্মৃতি বৃক্ষ হিসেবে শতাধিক বৃক্ষ শিশু গাছ গ্রুপের মাধ্যমে রোপন করেন। বৃক্ষরোপণ অনুষ্ঠানের নামকরণ করা হয় অয়ন স্মৃতি বৃক্ষ। পিতা তার প্রিয় পুত্রের স্মৃতিকে রোমন্থন করতে এই সবুজায়নের উদ্যোগ। বাসুদা রামকৃষ্ণ আশ্রমে অনুষ্ঠিত রক্তদান শিবিরে রক্তদাতাদের হাতে প্রত্যেককে একটি করে অয়ন স্মৃতি বৃক্ষ তুলে দেন গাছ গ্রুপের সদস্যরা। 

গাছ মাস্টার অরূপ চৌধুরী বলেন, স্মৃতি বৃক্ষ রোপন হল গাছ গ্রুপের একটি অন্যতম কর্মসূচি। নিকট আত্মীয় বা পরিবারের কোনো সদস্যের স্মৃতির উদ্দেশ্যে বৃক্ষরোপণ হল এই কর্মসূচির মূল লক্ষ্য। গাছ গ্রুপের সদস্য সুকল্যাণ বসু জানান, ভাতারের গর্দানমারি গ্রামে একশো আদিবাসী সম্প্রদায় পরিবারের মধ্যে শতাধিক গাছ বিতরণ করা হয়। পিছিয়ে পড়া সম্প্রদায় দেরও সবুজয়ানের বার্তা দেওয়া হয়। অভিজিৎ সোম বলেন, ছেলের অকাল প্রয়াণে আমরা ভীষণভাবে মর্মাহত। যতদিন বেঁচে থাকব রোপন করা অয়ন বৃক্ষ শিশুগুলি দুচোখ মেলে দেখতে থাকব। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমানের বিশিষ্ট মিষ্টি ব্যবসায়ী আশীষ রায়। আশীষ বাবু এই প্রতিবেদক কে বলেন আমি একজন প্রসিদ্ধ মিষ্টি ব্যবসায়ী। গাছ গ্রুপের সঙ্গে যুক্ত হতে পেরে পরিবেশ প্রেমের উৎকর্ষতায় প্রাণিত হচ্ছি। গাছ গ্রুপের বর্ণময় চরিত্রের সঙ্গে আমি অঙ্গাঙ্গি ভাবে আরো নিবিড় ভাবে যুক্ত হতে চাই।

 এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সর্বশিক্ষা মিশনের জেলা কো অর্ডিনেটর শেখ মিসকিন আলী, প্রধান শিক্ষক সুহাস সামন্ত, আবেজ মণ্ডল, টুম্পা হালদার, কালিদাস মল্লিক, অম্লান মজুমদার, ডাঃ রামনারায়ণ দাস, ডাঃ আজিজুল হক, সেখ ইসমাইল, সৌগত রায়, রোজিনা পারভিন সহ এলাকার বিশিষ্ট জনেরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad