ওম সাহিত্য কুটিরের বর্ণময় বার্ষিক অনুষ্ঠান
Bengal Times News, 2 November 2023
লুতুব আলি, কলকাতা : ওম সাহিত্য কুটিরের বর্ণময় বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হলো কলকাতায়। ওম ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর তত্ত্বাবধানে ওম সাহিত্য কুটির বর্ণময় বার্ষিক অনুষ্ঠান হয় কলকাতার বিপ্লবী নলিনী গুহ সভা ঘরে। এই অনুষ্ঠানে শরৎ সারথীর মোড়ক উন্মোচন হয়। অনুষ্ঠানে পৌরহিত্য করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাহিত্যিক আরণ্যক বসু।
স্বাগত ভাষণ দেন সম্পাদক স্মরজিৎ দত্ত। সকলকে সম্ভাষণ জানান সহ-সম্পাদিকা সোমা সিং দত্ত। স্মরজিৎ দত্ত বলেন, এই সংগঠন একটি সামাজিক সংগঠন। বিভিন্ন রকমের সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সারা বছর পরিচালিত হয়। ওম সাহিত্য কুটিরের মূল লক্ষ্য বিপন্ন বাংলা ভাষাকে রক্ষা করা। বিশ্বায়নের প্রভাবে বাংলা ভাষা তলানিতে গিয়ে ঠেকেছে। দেশে-বিদেশে যে সমস্ত প্রবাসী বাঙালিরা আছেন তাদের সহযোগিতা নিয়ে এই সংগঠনটি নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে।
উল্লেখ্য, ওম সাহিত্য কুটিরের শুভানুধ্যায়ী প্রবাসী বাঙালি সঞ্জয় সাহা, শুভজিৎ দাস এ ব্যাপারে সর্বতোভাবে সহযোগিতা করে চলেছেন। এছাড়াও শ্রাবন্তী বিশ্বাস, সুদক্ষিণা মুখার্জী, মৌটুসি চৌধুরী, অপর্ণা চক্রবর্তী, অদিতি মুখার্জী সেনগুপ্ত, অরিজিত ঘোষ, রজত সরকার, সৌমেন চক্রবর্তী, প্রিয়াঞ্জলি বেজ, এডমিন চিত্রপরিচালক বেবি চক্রবর্তী প্রমুখ উল্লেখযোগ্য। অনুষ্ঠানে মননশীল আলোচনা ছাড়াও কবিতা পাঠ ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৈজয়ন্ত রাহা, সুকুমার রুজ, রাজশ্রী বন্দ্যোপাধ্যায়, পিনাকী বসু, দেবাশীষ সেনগুপ্ত, রুপা চক্রবর্তী, প্রবীর কুমার চৌধুরী, বাচিক শিল্পী মৌসুমী পাল, সন্দীপা মুখোপাধ্যায় প্রমুখ।