Carnival Awards
কার্ণিভালে অংশ নিয়ে কোন কোন পুজো কমিটি পুরস্কারের তালিকায়, জানতে হলে ক্লিক করুন
Bengal Times News, 31 October 2023
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : দুর্গোৎসবের মা কার্ণিভালের শোভাযাত্রায় বর্ধমানে ২৭ টি পুজো কমিটি অংশ নিয়েছে। প্রতিটি পুজো কমিটি আলাদা আলাদা ভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের ভাবনা জেলা প্রশাসন, বিশিষ্ট অতিথি এবং বিচারকদের সামনে উপস্থাপিত করেছে।
সূত্রের খবর কার্ণিভালের শোভাযাত্রায় প্রথম হয়েছে লাল্টু স্মৃতি সংঘ, যুগ্ম ভাবে দ্বিতীয় সবুজ সংঘ এবং আলমগঞ্জ বারোয়ারী, তৃতীয় ন্যাচারাল সিটি, চতুর্থ লক্ষ্মীপুর মাঠ সর্বজনীন দুর্গাপূজা কমিটি, পঞ্চম স্থানে ২ নং শাঁকারিপুকুর বিবেকানন্দ সেবক সংঘ, ষষ্ঠ তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘ, সপ্তম পারবীরহাটা নিবেদিতা সংঘ, অষ্টম কেশবগঞ্জ চটি সর্বজনীন দুর্গাপূজা কমিটি, নবম রথতলা দুর্গাপূজা সমন্বয় সমিতি এবং দশম স্থানে ইছলাবাদ ইয়ুথ ক্লাব। আরও খবর পাওয়া গেছে, সংস্কৃতি লোকমঞ্চে বিশেষ অনুষ্ঠানে স্থানাধিকারী সহ সকলেই আর্থিক পুরস্কার দেওয়া হবে। শোনা যাচ্ছে প্রথম পুরস্কার ৪ লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার ৩ লক্ষ করে, তৃতীয় পুরস্কার ২ লক্ষ টাকা। চতুর্থ থেকে দশম স্থানাধিকারীদের প্রত্যেককে ১ লক্ষ টাকা করে পুরস্কার দেওয়া হবে। এছাড়া কার্ণিভালে অংশ গ্রহণকারী প্রতিটি পুজো কমিটিকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে বলে খবর পাওয়া গেছে।