Smart Metre
বিদ্যুৎ দপ্তরের স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রতিবাদে সরব সিপিআইএম
Bengal Times News, 2 November 2023
সৈয়দ জাফর, সমুদ্রগড় : বিদ্যুৎ দপ্তরের স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠেছে সিপিআইএম। ২ নভেম্বর সমুদ্রগড় ইলেকট্রিক অফিসে ডেপুটেশনও দিয়েছে। ডিজিটাল মিটারের পর এবার বাড়িতে বাড়িতে বসছে স্মার্ট মিটার। বিদ্যুৎ দপ্তরের দাবি এতে গ্রাহকদের অনেক সুবিধা হবে। কিন্তু বিদ্যুৎ দপ্তরের এহেন দাবি মানতে নারাজ গ্রাহকদের একাংশ। তাদের মতে স্মার্ট মিটার চালু হবার ফলে একজন গ্রাহকের বিদ্যুৎ খরচ করার আগেই প্রিপেইড মিটার চালু হলে আগে সেই টাকা দিতে হবে। এবং সেই টাকা কবে কখন শেষ হয়ে যাবে তা গ্রাহকরা জানতেও পারবেন না। কারণ গ্রাহকরা আর মিটার রিডিং দেখতে পারবেন না। যদিও বলা হচ্ছে রিচার্জ শেষ হওয়ার এক সপ্তাহ আগে ফোনে নোটিশ পাঠানো হবে যে টাকা শেষ হয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে রাত বারোটার সময় রিচার্জ শেষ হয়ে গেছে তখন কোন রকম আগাম নোটিশ ছাড়াই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। অর্থাৎ রিচার্জ শেষ হলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। অন্যদিকে এই স্মার্ট মিটার চালু হলে বিদ্যুৎ দপ্তরের অসংখ্য কর্মীর কাজ হারানোর আশঙ্কা রয়েছে। তাতে করে এসব পরিবারগুলো সমস্যার সম্মুখীন হবে। এর পাশাপাশি ন্যূনতম চার্জ অনেকটাই বেড়ে যাবে। স্মার্ট মিটারে জনসাধারণের এত অসুবিধার কথা মাথায় রেখে আন্দোলনে নামেন সিপিআইএম কর্মী সমর্থকরা।
এই স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়ে ২ নভেম্বর পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নশরতপুর পঞ্চায়েতের সিপিআইএম পার্টি অফিস থেকে সিপিআইএম কর্মী সমর্থকরা মিছিল করে সমুদ্রগড় ইলেকট্রিক অফিসে ডেপুটেশন জমা দেন। বৃহস্পতিবার এর এই কর্মসূচিতে অংশ নেন সিপিআইএমের কৃষক সভার সম্পাদক সাহাদুল খান, জেলা কমিটির সম্পাদক শাখাওয়াত হোসেন, প্রাক্তন বিধায়ক রতন দাস, এরিয়া কমিটির সদস্য শ্যামল চৌধুরী সহ সিপিআইএমের জেলা মহিলা নেত্রী আরতি কোণার, বন্দনা দাস। এছাড়াও ছিলেন সিপিআইএমের অসংখ্য কর্মী সমর্থকরা।