SCROLL

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # সুপ্রিম রায়ে যোগ্য শিক্ষকদের আপাতত চাকরি বহাল # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # পূর্ব বর্ধমানে প্রথম সজল গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেল জামালপুরের আবুইঝাটি ২ পঞ্চায়েত # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১ # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

Smart Metre বিদ্যুৎ দপ্তরের স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রতিবাদে সরব সিপিআইএম


 

 Smart Metre 


বিদ্যুৎ দপ্তরের স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রতিবাদে সরব সিপিআইএম 


Saiyad Jafar
Bengal Times News, 2 November 2023

সৈয়দ জাফর, সমুদ্রগড় : বিদ্যুৎ দপ্তরের স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠেছে সিপিআইএম। ২ নভেম্বর সমুদ্রগড় ইলেকট্রিক অফিসে ডেপুটেশনও দিয়েছে। ডিজিটাল মিটারের পর এবার বাড়িতে বাড়িতে বসছে স্মার্ট মিটার। বিদ্যুৎ দপ্তরের দাবি এতে গ্রাহকদের অনেক সুবিধা হবে। কিন্তু বিদ্যুৎ দপ্তরের এহেন দাবি মানতে নারাজ গ্রাহকদের একাংশ। তাদের মতে স্মার্ট মিটার চালু হবার ফলে একজন গ্রাহকের বিদ্যুৎ খরচ করার আগেই প্রিপেইড মিটার চালু হলে আগে সেই টাকা দিতে হবে। এবং সেই টাকা কবে কখন শেষ হয়ে যাবে তা গ্রাহকরা জানতেও পারবেন না। কারণ গ্রাহকরা আর মিটার রিডিং দেখতে পারবেন না। যদিও বলা হচ্ছে রিচার্জ শেষ হওয়ার এক সপ্তাহ আগে ফোনে নোটিশ পাঠানো হবে যে টাকা শেষ হয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে রাত বারোটার সময় রিচার্জ শেষ হয়ে গেছে তখন কোন রকম আগাম নোটিশ ছাড়াই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। অর্থাৎ রিচার্জ শেষ হলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। অন্যদিকে এই স্মার্ট মিটার চালু হলে বিদ্যুৎ দপ্তরের অসংখ্য কর্মীর কাজ হারানোর আশঙ্কা রয়েছে। তাতে করে এসব পরিবারগুলো সমস্যার সম্মুখীন হবে। এর পাশাপাশি ন্যূনতম চার্জ অনেকটাই বেড়ে যাবে। স্মার্ট মিটারে জনসাধারণের এত অসুবিধার কথা মাথায় রেখে আন্দোলনে নামেন সিপিআইএম কর্মী সমর্থকরা। 

এই স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়ে ২ নভেম্বর পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নশরতপুর পঞ্চায়েতের সিপিআইএম পার্টি অফিস থেকে সিপিআইএম কর্মী সমর্থকরা মিছিল করে সমুদ্রগড় ইলেকট্রিক অফিসে ডেপুটেশন জমা দেন। বৃহস্পতিবার এর এই কর্মসূচিতে অংশ নেন সিপিআইএমের কৃষক সভার সম্পাদক সাহাদুল খান, জেলা কমিটির সম্পাদক শাখাওয়াত হোসেন, প্রাক্তন বিধায়ক রতন দাস, এরিয়া কমিটির সদস্য শ্যামল চৌধুরী সহ সিপিআইএমের জেলা মহিলা নেত্রী আরতি কোণার, বন্দনা দাস। এছাড়াও ছিলেন সিপিআইএমের অসংখ্য কর্মী সমর্থকরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad