SCROLL

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # সুপ্রিম রায়ে যোগ্য শিক্ষকদের আপাতত চাকরি বহাল # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # পূর্ব বর্ধমানে প্রথম সজল গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেল জামালপুরের আবুইঝাটি ২ পঞ্চায়েত # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১ # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

Mysterious detective story রোমাঞ্চকর রহস্যে ঘেরা গোয়েন্দা কাহিনী টিনি ভোম্বল লিখে সাড়া ফেলেছেন শিবদাস রুদ্র


 

 Mysterious detective story 


রোমাঞ্চকর রহস্যে ঘেরা গোয়েন্দা কাহিনী টিনি ভোম্বল লিখে সাড়া ফেলেছেন শিবদাস রুদ্র 


Lutub Ali
Bengal Times News, 22 November 2023

লুতুব আলি, দুর্গাপুর : শিবদাস রুদ্রের লেখা সপ্তম বই রহস্য গোয়েন্দা কাহিনী টিনি ভোম্বল দুর্গাপুরের এক অনুষ্ঠানে আত্মপ্রকাশ ঘটলো। বাঁকুড়ার বিষ্ণুপুরের ভূমিপুত্র শিবদাস রুদ্র ১৯৪৩ সালে জন্মগ্রহণ করেন। এখন তাঁর বয়স ৮০। কর্মসূত্রে ১৯৬৪ সাল থেকে দুর্গাপুরে বসবাস করছেন। দুর্গাপুরের এম এ এম সি তে বিল্ডিং ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন। স্কুল জীবনে, কবিতা, নাটক, গল্প লেখার অভ্যাস ছিল। চাকরি থেকে অবসর নেওয়ার পর দীর্ঘ ১৪ বছর পর ৭৪ বছর বয়স থেকে পুরোপুরি লেখায় আত্মনিয়োগ করেন। সেই শিবদাস রুদ্রের লেখা সপ্তম বই রহস্য গোয়েন্দা কাহিনী টিনি ভোম্বল দুর্গাপুরের এক অনুষ্ঠানে আত্মপ্রকাশ ঘটল। 

টিনি ভোম্বল এক রোমাঞ্চকর রহস্যে ঘেরা গোয়েন্দা কাহিনী। টিনি ভোম্বল পিসতুতো ও মামাতো ভাই বোন। উত্তর কলকাতার অভিজাত পরিবারে দুজনেরই জন্ম। ক্যারাটে, সাঁতার, জুডো শিখে এই দুইজন কিশোর কিশোরী পারদর্শিতা লাভ করে। দুজনেই প্রচন্ড বুদ্ধিদীপ্ত। তাদের বুদ্ধিদীপ্ত আলোক শিখায় চুরি, ডাকাতি, কিডন্যাপ, এমনকি আন্দামানের হ্যাভলক আইল্যান্ডের রহস্যময় আগ্নেয়গিরির গুপ্ত চরাচরের সমস্ত কিছু কিনারা হয়ে যায়। পুলিশ যা পারে না পিস্তলের একটি গুলি খরচা না করেও টিনি ভোম্বল সমস্ত কিছু কিনারা করে দেয়। আন্দামানের হ্যাভলক আইল্যান্ডে গোপন আগ্নেয়গিরি পুলিশ কিনারা করতে পারছিল না। পুলিশ টিনি ভোম্বলের সহায়তা নেয়। সেখানকার আগ্নেয়গিরির ভিতর দু'জন নারী পুরুষ তাদের সশস্ত্র ঘেরাটোপে আরামে জীবনযাপন করছিল। সেখানে টাকা ছাপার মেশিন বসিয়ে কোটি কোটি টাকা ছাপাচ্ছিল। এখান থেকেই আন্তর্জাতিক মানের অনেক ক্রাইম সংগঠিত হচ্ছিল। টিনি ভোম্বল হানা দিয়ে একটি গুলিও খরচা না করে তাদের সকলকে গ্রেপ্তার করে। টিনি ভোম্বল রহস্য উপন্যাসে মোট ছটি গল্প স্থান পেয়েছে। গল্পগুলি হল : আন্দামানের হ্যাভলক আইল্যান্ডে টিনি ভোম্বল। ডায়মন্ড হারবারে টিনি ভোম্বল। বিষ্ণুপুর মেলা উপলক্ষে বিষ্ণুপুরে টিনি ভোম্বল। দুর্গাপুর বিধান নগরে টিনি ভোম্বল। ছ জোড়া কিশোর কিশোরীর অন্তর্ধান রহস্য সন্ধানে টিনি ভোম্বল। শিবদাস রুদ্র গোয়েন্দা কাহিনী গুলিতে রহস্য সন্ধানের ভূমিকা পালন করার জন্য তাঁর কল্পনার উৎসারিত আলোকে বাস্তবকে তুলে ধরার চেষ্টা করে চলেছেন। শিবদাস বাবু রহস্য গোয়েন্দা কাহিনী ছাড়াও ছোট গল্প, কবিতা এবং ধ্রুপদী উপন্যাস লিখে চলেছেন। শিবদাস রুদ্রের মতে আদতে আসল কবি সাহিত্যিকরা হলেন বাল্মিকী, কালিদাস, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ প্রমুখেরা। এক সাক্ষাৎকারে শিবদাস রুদ্র এই প্রতিবেদককে বলেন, কল্পনার আলোকে বাস্তব জীবনের ঘটনা তুলে ধরার চেষ্টা করি। রুদ্রের লেখার ভিতর ইতিহাস থাকে, পুরান থাকে, বাস্তব অতীতকে খুঁজে পাওয়া যায়। তাঁর লেখা পড়লে পাঠকদের জ্ঞান উন্মেষ ঘটে। 

রহস্য সন্ধানী টিনি ভোম্বল গোয়েন্দা কাহিনী প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমর কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নাতি বৈশিষ্ট্য সাহিত্যিক সৌম্যশঙ্কর বন্দ্যোপাধ্যায়, শ্রীনিবাস শাস্ত্রী মান্থা, সমাজসেবী অমিতাভ বন্দোপাধ্যায়, কবি অনিরুদ্ধ রায় চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অন্তরা সিংহ রায়, নৃত্যশিল্পী নীলাশ্রী ভট্টাচার্য, বাচিক শিল্পী হৃদয় সাঁই প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad