World Teacher's Day
বিশ্ব শিক্ষক দিবস পালন করলো স্বেচ্ছাসেবী সংস্থা স্বজন
Bengal Times News, 6 October 2023
লুতুব আলি, কলকাতা : বিশ্ব শিক্ষক দিবস পালিত হলো হাওড়ার বাগনান ও কলকাতার কফি হাউসে। ৫ অক্টোবর ছিল বিশ্ব শিক্ষক দিবস। এই উপলক্ষে হাওড়ার বাগনান ও কলকাতার ঐতিহ্যবাহী কফি হাউসে রাজ্যের অগ্রগণ্য স্বেচ্ছাসেবী সংস্থা স্বজন এই দিনটিকে মর্যাদার সঙ্গে পালন করলো। পৃথিবীর বিভিন্ন দেশে শিক্ষকদের মর্যাদার আসনে বসাতে বিভিন্ন দিনে শিক্ষক দিবস পালন করা হয়ে থাকে। ১৯৯৫ সালের ৫ অক্টোবর এই দিনটিকে বিশ্ব শিক্ষক দিবস হিসাবে পালন করার জন্য চূড়ান্ত করে ইউনেস্কো। শিক্ষক দিবসের ঐতিহ্যপূর্ণ দিনে সব দেশই সেরা শিক্ষকদের জাতীয় শিক্ষকের মর্যাদা দেয়। এই শিক্ষকদের জাতীয় শিক্ষকের মুকুট পরিয়ে দেওয়া হয়। পশ্চিমবঙ্গের অগ্রজ স্বেচ্ছাসেবী সংস্থা স্বজন এই দিনটিকে মর্যাদার সঙ্গে পালন করলো। এদিন প্রথমে হাওড়ার বাগনান ও পরে কলকাতার কফি হাউসে স্বজন পৃথক পৃথক দুটি অনুষ্ঠান করে। স্বজনের সম্পাদক চন্দ্রনাথ বসু বলেন, শিক্ষক দিবস মানে একটি ঐতিহ্যপূর্ণ মর্যাদার দিন। শিক্ষকেরাই জাতির মেরুদন্ড তৈরি করার কারিগর। অনুষ্ঠানে শ্যামাপ্রসাদ দাস, অজন্তা আঢ্য কে সম্মানিত করা হয়। বাগনানের কৃষক নেতা ও সমাজসেবী মনোয়ার মল্লিক এবং আজিজুল বেগ, চিত্রশিল্পী সৈকত খাড়া কেও সম্মানিত করেন।
উল্লেখ্য, কলেজ স্ট্রিট বই পাড়ায় আশুদা নামে সকলের কাছে পরিচিত। এই আশু বাবু কলেজস্ট্রিট বই পাড়ায় পুরনো দিনের বই সংগ্রহ করে ঘুরে ঘুরে বিক্রি করেন। এই সংগঠনটি আশু বাবুকেও বিশেষভাবে সম্মানিত করে।