Kanchanjanga Express
নিউ ময়নাগুড়ি স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের অতিরিক্ত স্টপেজ
Bengal Times News, 5 October 2023
বেঙ্গল টাইমস নিউজ, কলকাতা : যাত্রীদের সুবিধার্থে, ভারতীয় রেল পরীক্ষামূলকভাবে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের ময়নাগুড়ি স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের অতিরিক্ত স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
• ১৩১৭৩ শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ( যাত্রা শুরুর তারিখ ০৬.১০.২০২৩) নিউ ময়নাগুড়ি স্টেশনে ০৬.১০.২০২৩ তারিখ থেকে ১৯ টা বেজে ১৬ মিনিটে পৌঁছে ১৯ টা বেজে ১৮ মিনিটে ছেড়ে যাবে।
• ১৩১৭৪ আগরতলা - শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ( যাত্রা শুরুর তারিখ ০৬.১০.২০২৩) নিউ ময়নাগুড়ি স্টেশনে ০৭.১০.২০২৩ তারিখ থেকে ০৬ টা বেজে ০৫ মিনিটে পৌঁছে ০৬ টা বেজে ০৭ মিনিটে ছেড়ে যাবে।