SCROLL

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # সুপ্রিম রায়ে যোগ্য শিক্ষকদের আপাতত চাকরি বহাল # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # পূর্ব বর্ধমানে প্রথম সজল গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেল জামালপুরের আবুইঝাটি ২ পঞ্চায়েত # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১ # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

E & U এডুকেশন অ্যান্ড ইউ এর প্রথম শিক্ষা সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হলো কলকাতায়


 

       E & U       


এডুকেশন অ্যান্ড ইউ এর প্রথম শিক্ষা সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হলো কলকাতায়


Jagannath Bhoumick
Bengal Times News, 6 October 2023

জগন্নাথ ভৌমিক, কলকাতা : কলকাতার পার্ক হোটেলে প্রথম শিক্ষা সম্মেলনের আয়োজন করেছেন, এডুকেশন অ্যান্ড ইউ (E&U) এর প্রতিষ্ঠাতা প্রিয়ম্বদা আগরওয়াল। ৫ অক্টোবর FACES-এর সহযোগিতায় আয়োজিত এই সম্মেলনে শিক্ষাবিদ এবং সমাজের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

E & U এডুকেশন সামিট এডুকেশন অ্যান্ড ইউ-এর নিজেদের কথা বলে। পরে তাদের পুনঃডিজাইন করা ওয়েবসাইট, www.educationandyou.in চালু করা হয়। একটি প্যানেল আয়োজন করা হয়েছিল যেখানে বিষয় ছিল "আজকের ডিজিটাল যুগে শিক্ষার ভবিষ্যত গঠন : বুন অর বেন ?" আলোচনায় বিশিষ্ট বক্তা ও অতিথিদের মধ্যে ছিলেন প্রফেসর সুমন কে. মুখার্জি (পরিচালক, ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ), ড. অনুরাধা দাস (পরিচালক, গার্ডেন হাই ইন্টারন্যাশনাল স্কুল), ড. ব্রততী ভট্টাচার্য (শিক্ষাবিদ), প্রফেসর ড. ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় (ভাইস চ্যান্সেলর, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি)। প্যানেলটি পরিচালনা করেছিলেন মিসেস প্রিয়ম্বদা আগরওয়াল (ই এন্ড ইউ প্রতিষ্ঠাতা)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিঃ জগমোহন আইপিএস, (ডিজি সিভিল ডিফেন্স পশ্চিমবঙ্গ পুলিশ); মিঃ ইমরান জাকি (FACES-এর সভাপতি) এবং আরও অনেকে। উপস্থিত অতিথিরা প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন।

মিডিয়ার সাথে কথা বলার সময়, ই এন্ড ইউ এর প্রতিষ্ঠাতা মিসেস প্রিয়ম্বদা আগরওয়াল বলেন, “আমরা শিক্ষাবিদরা, ভবিষ্যতের স্থপতি। আমাদের নিষ্ঠা, আবেগ এবং উদ্ভাবনী শিক্ষার পদ্ধতিগুলি পরবর্তী প্রজন্মের মননকে গঠন করে।”

এই উপলক্ষে ই এন্ড ইউ উপদেষ্টা সদস্য মিঃ অঙ্কুর আগরওয়াল বলেন, "ডিজিটাল প্ল্যাটফর্মটি কেবল ইন্টারনেটে একটি ভার্চুয়াল স্থান নয় বরং অফুরন্ত সম্ভাবনা, জ্ঞান এবং সংযোগের জগতে একটি প্রবেশদ্বার হিসেবে প্রতিনিধিত্ব করবে।"

শিক্ষার উপদেষ্টা সদস্য এবং কলকাতা হাইকোর্টের প্র্যাকটিসিং সিনিয়র আইনজীবী মিঃ আনন্দ বসু তাঁর মতামত শেয়ার করে বলেন, "আমি শিক্ষাবিদদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই, তাঁরাই শিক্ষা ক্ষেত্রের পিছনে চালিকা শক্তি। আপনাদের অটল প্রতিশ্রুতি আমাদের তরুণদের শিক্ষার মাধ্যমে ভবিষ্যত গঠনে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনারা আমাদের গভীর প্রশংসার দাবিদার। আপনারাই শিক্ষা ব্যবস্থার কাঠামো, হৃদয় ও আত্মা, আমরা আপনাদের অভিনন্দন জানাই।"

এই উপলক্ষে, FACES-এর সভাপতি মিঃ ইমরান জাকি বলেন, "এডুকেশন এন্ড ইউ ২০১৪ সালের ডিসেম্বরে তাদের যাত্রা শুরু করেছে। বর্তমানে প্রায় ৯ বছর পেরিয়ে গেছে এই প্রতিষ্ঠানের। বছর পেরিয়ে যাওয়ার সাথে সাথে তারা আরও উন্নত হয়েছে এবং তাদের দলকে প্রসারিত করেছে। যাত্রা শুরুর সময় স্বাভাবিকভাবেই ছিল হাতে গোনা কয়েকজন ছাত্র, কিন্তু এখন তারা সারা দেশের ৭,০০০ জনের বেশি ছাত্র এবং পেশাদারদের পরামর্শ দিচ্ছে এবং সাহায্য করছে। পাশাপাশি তাদের কেরিয়ার গঠনেও সাহায্য করছে৷ এই ইভেন্টের সাথে যুক্ত হওয়া আমার এবং FACES-এর জন্য যথেষ্ট আনন্দদায়ক৷ "

এডুকেশন অ্যান্ড ইউ (ESTD.2014) হল একটি কলকাতা-ভিত্তিক শিক্ষা প্রযুক্তি কোম্পানি যেটি কলেজে ভর্তির নির্দেশিকা, কর্মজীবন পরিকল্পনার পরামর্শ তথা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার জন্য প্রশিক্ষণ প্রদান করে। এটি কার্যক্রম শুরু করার পর থেকে, ফার্মটি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স, লন্ডন বিজনেস স্কুল, কিংস কলেজ লন্ডন, নিউ ইয়র্ক, স্ট্যানফোর্ড, কলম্বিয়া, ইউসিএলএ, Rutgers সহ ভারতে এবং বিদেশে শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলিতে ৩০০০ ছাত্রদের ভর্তির সুবিধা প্রদান করেছে। এছাড়াও আরডব্লিউটিএইচ, সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ টরন্টো, মেলবোর্ন, অশোকা, কেআরইএ, আজেম প্রেমজি, এবং আইআইএম ইন্দোর ইউনিভার্সিটি ইত্যাদি আরও বিভিন্ন জায়গায় পড়ার সুবিধা সহ ৪৫০০ জনের বেশি পড়ুয়াদের পড়ার সুযোগ প্রদান করেছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad