Saving life of a lady passenger
একজন মহিলা যাত্রীর জীবন বাঁচানোর জন্য রেলের দু'জন নিরাপত্তা কর্মী পুরস্কৃত
Jagannath Bhoumick
Bengal Times News, 9 October 2023
জগন্নাথ ভৌমিক : বর্ধমান : একজন মহিলা যাত্রীর জীবন বাঁচানোর জন্য রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স (আরপিএসএফ) এর কনস্টেবল দীননাথ এবং অবদেশ কুমার রাম নামে দুই নিরাপত্তা কর্মীকে সংবর্ধিত করেছেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অমর প্রকাশ দ্বিবেদী। উল্লেখ্য গত ৫ অক্টোবর বর্ধমানে স্টেশনের ঘটনা। ওই দিন দুপুর বারোটায় বর্ধমান স্টেশনের ৫ নম্বর প্লাটফর্মে কর্তব্যরত অবস্থায় ছিলেন দীননাথ ও অবদএশ। সেই সময় পাটনা-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস বর্ধমান স্টেশন পেরিয়ে যাওয়ার সময় এক মহিলা নমার চেষ্টা করতে গিয়ে ভারসাম্য হারিয়ে পড়ে গেলে ওই জওয়ানরা তাঁকে উদ্ধার করেন।
জীবন বাঁচানোর পরে, নিরাপত্তা কর্মীরা মহিলাটিকে বরফ এবং জল সরবরাহ করে তার ট্রমা থেকে পুনরুদ্ধার করতে সহায়তা করে এবং মহিলাকে নিরাপদে আসানসোলে তার বাড়িতে পৌঁছানোর জন্য অন্য একটি ট্রেন মিথিলাঞ্চল এক্সপ্রেসে চড়তে নিয়ে যান।
পূর্ব রেলওয়ে এই ধরনের জওয়ানদের জন্য গর্ব বোধ করে যাঁরা তাদের দায়িত্বে নিবেদিত, যাত্রীদের সর্বদা হাসিমুখে সেবা করে এবং দুর্দশাগ্রস্ত মানুষের জন্য ত্রাণকর্তা হয়ে উঠতে পারে। তাদের মানবিক দায়িত্ববোধের জন্য পূর্ব রেল সংবর্ধিত করলো ওই দুই জওয়ানকে।