Crocodile in Town
কালনা শহরে কুমির ঘুরে বেড়াচ্ছে, আতঙ্কে হুড়োহুড়ি
Abhirup Acharya
Bengal Times News, 10 October 2023
Bengal Times News, 10 October 2023
অভিরূপ আচার্য, কালনা : পূর্ব বর্ধমান জেলার কালনা শহরে কুমির ঘুরে বেড়াচ্ছে। এই খবর ছড়িয়ে পড়তেই শহর জুড়ে হুড়োহুড়ি পড়ে যায়। আসলে কালনা শহরের গা ঘেঁষে প্রবাহিত হয়েছে গঙ্গা নদী ভাগীরথী। এই শহরের ১০ নম্বর ওয়ার্ডের জাপটপাড়া ভাগীরথীর তীরে অবস্থিত। মঙ্গলবার ভোরে জাপটপাড়ায় বড় সাইজের একটি কুমির লোকালয়ে ঢুকে পড়ে।
ঘন জনবসতি এলাকায় কুমিরের দেখা মিলতেই সাতসকালে গোটা কালনা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজ সকালেও সেটিকে রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যায়। খবর পেয়ে কুমির দেখতে কালনা শহর ছাড়িয়ে গ্রাম থেকেও কুমির দেখতে কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। এলাকায় বনদপ্তরের কর্মীরা পৌঁছে কুমির টি ধরে নিয়ে যায়।