Classical Music
শাস্ত্রীয় সঙ্গীত দুনিয়ায় সপ্তর্ষি চক্রবর্তী একটি উল্লেখযোগ্য নাম
Bengal Times News, 9 October 2023
লুতুব আলি, কলকাতা : শাস্ত্রীয় সংগীতের দিকপাল পন্ডিত যশরাজ'জির স্নেহধন্য সপ্তর্ষি চক্রবর্তী মেয়াতি ঘরানা শৈলীতে খেয়ালের সঙ্গে ভজন হাবেলি সংগীত, সংস্কৃত স্তোত্র ও রবীন্দ্র সংগীতে পারদর্শী লাভ করে দেশে-বিদেশে সমাদৃত হয়েছেন। শৈল শহর শিলং এর এক সাঙ্গীতিক পরিবারে জন্মগ্রহণ করা সপ্তর্ষি চক্রবর্তীর শৈশবেই সংগীত শিক্ষা গুরু ঠাকুরদা প্রয়াত রাধিকারঞ্জন চক্রবর্তীর প্রেরণায় যিনি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্য ও বিশ্বভারতী শান্তিনিকেতনের কৃতি ছাত্র ছিলেন। ঠাকুরমা প্রয়াতা আশা চক্রবর্তী শিলং আকাশবাণীর প্রথম মহিলা কণ্ঠশিল্পী ছিলেন। সপ্তর্ষি চক্রবর্তীর পিতা শিলং মিউজিক কলেজের প্রধান আচার্য সুদীপ চক্রবর্তী এর কাছে ১৫ বছর সংগীত শিক্ষা গ্রহণের পর ২০০৫ সাল থেকে সপ্তর্ষী বাবুর পরম সৌভাগ্য হয় ভারতীয় শাস্ত্রীয় সংগীতের প্রবাদপ্রতিম শিল্পী পদ্মবিভূষণ সংগীত মাতন্ড পন্ডিত যশরাজ জির শিষ্যত্ব গ্রহণ করার। ২০২০ সালে পন্ডিত যশরাজ ইনস্টিটিউট অফ মিউজিক নিউ জার্সি ইউএসএ থেকে আচার্য উপাধিতে ভূষিত করে সপ্তর্ষি চক্রবর্তীকে আশীর্বাদ করেন স্বয়ং পন্ডিত যশরাজ জি।
সপ্তর্ষি চক্রবর্তী হিন্দুস্থানী কণ্ঠ সংগীত খেয়াল পরিবেশন করে যে সমস্ত পুরস্কারে ভূষিত হয়েছেন সেগুলি হল : রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গিরিজা শংকর চক্রবর্তী পুরস্কার শ্রেষ্ঠ শাস্ত্রীয় সংগীত পরিবেশনার জন্য। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে আচার্য উদয় ভূষণ ভট্টাচার্য স্মৃতি পুরস্কার শ্রেষ্ঠ ধ্রুপদী সংগীত পরিবেশনার জন্য। অ্যাডিয়া জলমা ন্যাশনাল ট্যালেন্ট হান্ট ইস্ট জোন বিজয়ী। পুনা বিশ্ববিদ্যালয় আয়োজিত ফিরো দিয়া সংগীত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী। মঞ্জু স্মৃতি মজলিস শিলং এর পক্ষ থেকে আসা স্মৃতি পুরস্কার শ্রেষ্ঠ রবীন্দ্র সংগীত পরিবেশনার জন্য। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সংগীতে স্নাতক ও স্নাতকোত্তর উভয়েতেই প্রথম শ্রেণীর ডিগ্রি অধিকারী ও ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন আই সি সি আর এর এম্পপ্যানেলড আর্টিস্ট। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সঙ্গীত সম্মেলনে গুরুর সঙ্গে ও একক উপস্থাপনা দিয়ে শ্রোতা ও গুণীজনদের প্রশংসা অর্জন করেন। বেতার ও দূরদর্শনের নিয়মিত শিল্পী সপ্তর্ষি চক্রবর্তী বেসরকারি তারা মিউজিক ও জি বাংলা সারেগামাপা তে আমন্ত্রিত শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করেছেন ও অসংখ্য জনপ্রিয়তা লাভ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বেতার সংস্থা যশবাণী রেডিও চ্যানেলে ভারতীয়রা সংগীত পরিবেশন করে সেই দেশের শ্রোতাদের মন জয় করেছেন।
ভারত সরকারের মিনিস্ট্রি অফ কালচারের ন্যাশনাল স্কলারশিপ ও সি সি আর টি ন্যাশনাল স্কলারশিপ এর সর্বভারতীয় পরীক্ষক এবং সিসিআরটি ন্যাশনাল ফেস্টিভ্যাল ২০১১ এর প্রধান রিসোর্স পার্সন হিসেবে অমূল্য অবদান রেখেছেন। বিহান মিউজিক অডিও কোম্পানি থেকে সপ্তর্ষি বাবুর সিডি রেভারেশন শাস্ত্রীয় সংগীত মহলে ও সাধারণ সংগীত শ্রোতাদের কাছে যথেষ্ট প্রশংসা অর্জন করেছেন। এক সাক্ষাৎকারে সপ্তর্ষি চক্রবর্তী বলেন, গুরুর দেখানোর পথেই ছাত্র-ছাত্রীদের ভারতীয় সংগীতের শিক্ষাদানে ব্রতী হয়েছি। ভয়েস অফ দা সিকার সংস্থা ও সঙ্গীতশিক্ষা কেন্দ্রের মহান এই কর্ণধার সপ্তর্ষি চক্রবর্তী আগামী প্রজন্মের সংগীত ও সাংস্কৃতিক উত্তরণের স্বার্থে তিনি নিজেকে মেলে ধরেছেন।