SCROLL

লিগ ডার্বিতে ৩-২ গোলে মোহনবাগানকে হারালো ইষ্ট বেঙ্গল # ৩০-৩১ জুলাই দুদিনের সফরে বাংলায় আসছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

Sabekiyana Durgapuja ভবানীপুর ৭৫পল্লীর সবেকিয়ানা দুর্গাপুজোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী


 

 Sabekiyana Durgapuja 


ভবানীপুর ৭৫পল্লীর সবেকিয়ানা দুর্গাপুজোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী


 Jagannath Bhoumick
Bengal Times News, 16 October 2023

জগন্নাথ ভৌমিক, বর্ধমান : 'ভবানীপুর ৭৫ পল্লী' নামটি বর্তমানে দক্ষিণ কলকাতার উল্লেখযোগ্য থিম পুজোগুলির মধ্যে একটি অন্যতম পুজো হিসাবে পরিচিতি পেয়েছে। প্রতি বছর ভবানীপুর ৭৫ পল্লী একটি একটি করে মাইলফলক ছুঁয়েছে। দক্ষিণ কলকাতার থিমযুক্ত মন্ডপগুলির জন্য সাধারণত বিখ্যাত এই দুর্গা পুজো মন্ডপটি ৫৯ বছর ধরে তার ঐতিহ্য বজায় রেখেছে। আয়োজকরা এবারও সাবেকিয়ানার প্রতি তাদের বিশ্বাসে অটল। আজ প্রতিপদ তিথিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোটির ভার্চুয়ালি উদ্বোধন করলেন।

মিডিয়ার সঙ্গে কথা বলার সময় ভবানীপুর ৭৫ পল্লীর কার্যকরী সভাপতি এবং সমাজকর্মী বাবলু সিং, বলেন, “ঐতিহ্য রাতারাতি গড়ে ওঠে না, এর শিকড় গভীরে থাকে। তাই, এই বছরও ভবানীপুর ৭৫ পল্লী সবকিয়ানার প্রতি আস্থা বজায় রেখেছে। এবার ভবানীপুর ৭৫ পল্লীতে মন্ডপ সাজানোর জন্য পান, আম সহ নানা ধরনের পাহাড়ি ফল ব্যবহার করা হয়েছে। এই ফলগুলি প্রক্রিয়াজাত করে একটি ঐতিহ্যগত পদ্ধতিতে সাজসজ্জার জন্য ব্যবহার করা হয়েছে। শিল্পী প্রশান্ত পালের ভাস্কর্যে দেবীর মূর্তির মধ্যেও সবেকিয়ানার ছাপ স্পষ্ট।

একটি জাঁকজমকপূর্ণ দুর্গাপুজো করার আগ্রহে, ভবানীপুর ৭৫ পল্লী তাদের সামাজিক দায়িত্ব ভুলে যায়নি, তারা সর্বদা সামাজিক অনুষ্ঠান এবং সামাজিক-অশুভ শক্তি নির্মূলে অগ্রণী রয়েছে। তারা দুর্গাপুজোয় যে সাবস্ক্রিপশন এবং ডোনেশন সংগ্রহ করে তার একটি অংশ সারা বছর সামাজিক কাজে ব্যবহার করা হয়। যে কোন গণমুখী সচেতনতামূলক কর্মকান্ডের জন্য তারা সকল প্রকার ও আকারে স্থানীয় সংস্থার সাথে যুক্ত হয়েছে। এর কয়েকটির মধ্যে রয়েছে - সারা বছর স্থানীয়দের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং সহায়তা; আর্থ-সামাজিক বিপদ সম্পর্কে সারা বছর ধরে সচেতনতামূলক কর্মসূচী; রক্ত, শরীর ও চক্ষুদান শিবিরের আয়োজন; দুর্গাপূজার সময় সুবিধাবঞ্চিতদের মধ্যে নতুন শাড়ি ও জামাকাপড় বিতরণ; দারিদ্র্যসীমার নিচের শিশুদের শিক্ষামূলক কিট ও বই প্রদান; শীতের মরসুমে অভাবীদের কম্বল প্রদান এবং সমাজের কল্যাণে এরকম অনেক কার্যক্রম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad