SCROLL

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # সুপ্রিম রায়ে যোগ্য শিক্ষকদের আপাতত চাকরি বহাল # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # পূর্ব বর্ধমানে প্রথম সজল গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেল জামালপুরের আবুইঝাটি ২ পঞ্চায়েত # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১ # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

Greening Target সবুজায়নের লক্ষ্যে কোচবিহারেও গড়ে উঠছে খন্ডবন, উদ্যোগী আইপিএস দ্যুতিমান ভট্টাচার্য


 

 Greening Target 


সবুজায়নের লক্ষ্যে কোচবিহারেও গড়ে উঠছে খন্ডবন, উদ্যোগী আইপিএস দ্যুতিমান ভট্টাচার্য 


Lutub Ali
Bengal Times News, 15 October 2023

লুতুব আলি, কোচবিহার : কোচবিহারে নবনিযুক্ত পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য দায়িত্বভার গ্রহণ করার পর সেখানকার আইন শৃঙ্খলা সামাল দেওয়ার পাশাপাশি সমাজসেবা মূলক কাজের সঙ্গেও তিনি একাত্ম হয়ে পড়েছেন। আই পি এস দ্যুতিমান ভট্টাচার্য বরাবরই সমাজ সেবায় নিয়োজিত প্রাণ। তিনি বর্ধমান গাছ গ্রুপের প্রতিষ্ঠাতা সদস্য। গাছ গ্রুপের পুরোধা জাতীয় শিক্ষক গাছ মাস্টার অরূপ চৌধুরীর খন্ডবন গাছ লাগানোর আদর্শের প্রতি তিনি অনুপ্রাণিত হয়ে কোচবিহারে খন্ডবন তৈরি করার ব্যাপারে উদ্যোগী হয়েছেন। 

১৫ অক্টোবর কোচবিহার করুণাময়ী হাই স্কুলের বাঁধের পাড় এলাকায় প্রতিমা বিসর্জন ঘাটে বৃক্ষরোপণ কর্মসূচি হয়। আয়োজক কোচবিহার পর্যাবরণ সংরক্ষণ। সমগ্র কোচবিহার জেলায় সবুজ বিনয় নামে পরিচিতি লাভ করেছেন পর্যাবরণ সংরক্ষণের আহ্বায়ক বিনয় দাস। তারা কোচবিহার জেলায় ১০ হাজার গাছ লাগিয়েছেন। বিনয় দাস জানান, এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। 

উল্লেখ্য, ১৮৮৭ খ্রিস্টাব্দে কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ কোচবিহার শহরকে প্রথম পরিকল্পিত নগর হিসাবে গড়ে তুলেছিলেন। তিনি সেই সময় সমস্ত শহরকে বিভিন্ন গাছ-গাছালি, বিভিন্ন ফলের গাছ লাগিয়ে সৌন্দর্য বৃদ্ধি করে গড়ে তুলেছিলেন। কালের বিবর্তনে সেই সব গাছ আর দেখাই যায় না। বিনয় দাস বলেন, কোচবিহারের রূপকার মহারাজা নৃপেন্দ্র নারায়ণের সবুজায়নের আদর্শ এখন আর লেশমাত্র নেই বললেই চলে। সভ্যতার অহংকারে প্রায় সমস্ত গাছ ধ্বংস। এই ধ্বংসস্তূপে গড়ে উঠেছে কংক্রিটের জঙ্গল। মহারাজা নৃপেন্দ্র নারায়ণ সবুজায়নের যে বার্তা দিয়ে গেছেন তাঁর সেই আদর্শের প্রতি আমরা আজও আস্থাশীল। মহারাজার স্বপ্নকে বাস্তবায়িত করে তুলতে পর্যাবরণ সংরক্ষণ অঙ্গীকারবদ্ধ। সবুজ কোচবিহারের ঐতিহ্যকে স্বমহিমায় ফিরিয়ে আনতে পর্যাবরণ সংরক্ষণ একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে। কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য এই প্রতিবেদককে এক সাক্ষাৎকারে বলেন, গাছ মাস্টার অরূপ চৌধুরী খন্ডবনের ধারণাকে কোচবিহারের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে তা রূপায়ন করার প্রয়াস চালানো হবে। 

গাছ গ্রুপের খন্ডবনের ধারণার প্রয়োগ বিভিন্ন জায়গায় শুরু হওয়ায় দ্যুতিমান বাবু সন্তোষ প্রকাশ করেন। এদিনের কোচবিহারে বৃক্ষরোপণ অনুষ্ঠানে আম, জাম, কাঁঠাল, লিচু, আমলকি ও বিভিন্ন রকম বাহারি ফুলের গাছের চারা লাগানো হয়। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোচবিহার সদর গভর্নমেন্ট হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মলয় ক্রান্তি রায়, ডা: মানস গুহ সহ ৩০ জন অতিথি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad