Greening Target
সবুজায়নের লক্ষ্যে কোচবিহারেও গড়ে উঠছে খন্ডবন, উদ্যোগী আইপিএস দ্যুতিমান ভট্টাচার্য
Bengal Times News, 15 October 2023
লুতুব আলি, কোচবিহার : কোচবিহারে নবনিযুক্ত পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য দায়িত্বভার গ্রহণ করার পর সেখানকার আইন শৃঙ্খলা সামাল দেওয়ার পাশাপাশি সমাজসেবা মূলক কাজের সঙ্গেও তিনি একাত্ম হয়ে পড়েছেন। আই পি এস দ্যুতিমান ভট্টাচার্য বরাবরই সমাজ সেবায় নিয়োজিত প্রাণ। তিনি বর্ধমান গাছ গ্রুপের প্রতিষ্ঠাতা সদস্য। গাছ গ্রুপের পুরোধা জাতীয় শিক্ষক গাছ মাস্টার অরূপ চৌধুরীর খন্ডবন গাছ লাগানোর আদর্শের প্রতি তিনি অনুপ্রাণিত হয়ে কোচবিহারে খন্ডবন তৈরি করার ব্যাপারে উদ্যোগী হয়েছেন।
১৫ অক্টোবর কোচবিহার করুণাময়ী হাই স্কুলের বাঁধের পাড় এলাকায় প্রতিমা বিসর্জন ঘাটে বৃক্ষরোপণ কর্মসূচি হয়। আয়োজক কোচবিহার পর্যাবরণ সংরক্ষণ। সমগ্র কোচবিহার জেলায় সবুজ বিনয় নামে পরিচিতি লাভ করেছেন পর্যাবরণ সংরক্ষণের আহ্বায়ক বিনয় দাস। তারা কোচবিহার জেলায় ১০ হাজার গাছ লাগিয়েছেন। বিনয় দাস জানান, এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য।
উল্লেখ্য, ১৮৮৭ খ্রিস্টাব্দে কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ কোচবিহার শহরকে প্রথম পরিকল্পিত নগর হিসাবে গড়ে তুলেছিলেন। তিনি সেই সময় সমস্ত শহরকে বিভিন্ন গাছ-গাছালি, বিভিন্ন ফলের গাছ লাগিয়ে সৌন্দর্য বৃদ্ধি করে গড়ে তুলেছিলেন। কালের বিবর্তনে সেই সব গাছ আর দেখাই যায় না। বিনয় দাস বলেন, কোচবিহারের রূপকার মহারাজা নৃপেন্দ্র নারায়ণের সবুজায়নের আদর্শ এখন আর লেশমাত্র নেই বললেই চলে। সভ্যতার অহংকারে প্রায় সমস্ত গাছ ধ্বংস। এই ধ্বংসস্তূপে গড়ে উঠেছে কংক্রিটের জঙ্গল। মহারাজা নৃপেন্দ্র নারায়ণ সবুজায়নের যে বার্তা দিয়ে গেছেন তাঁর সেই আদর্শের প্রতি আমরা আজও আস্থাশীল। মহারাজার স্বপ্নকে বাস্তবায়িত করে তুলতে পর্যাবরণ সংরক্ষণ অঙ্গীকারবদ্ধ। সবুজ কোচবিহারের ঐতিহ্যকে স্বমহিমায় ফিরিয়ে আনতে পর্যাবরণ সংরক্ষণ একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে। কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য এই প্রতিবেদককে এক সাক্ষাৎকারে বলেন, গাছ মাস্টার অরূপ চৌধুরী খন্ডবনের ধারণাকে কোচবিহারের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে তা রূপায়ন করার প্রয়াস চালানো হবে।
গাছ গ্রুপের খন্ডবনের ধারণার প্রয়োগ বিভিন্ন জায়গায় শুরু হওয়ায় দ্যুতিমান বাবু সন্তোষ প্রকাশ করেন। এদিনের কোচবিহারে বৃক্ষরোপণ অনুষ্ঠানে আম, জাম, কাঁঠাল, লিচু, আমলকি ও বিভিন্ন রকম বাহারি ফুলের গাছের চারা লাগানো হয়। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোচবিহার সদর গভর্নমেন্ট হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মলয় ক্রান্তি রায়, ডা: মানস গুহ সহ ৩০ জন অতিথি।