Donating clothes to the needy
জামালপুরে নাগরিক জনকল্যাণ সোসাইটির উদ্যোগে আড়াই হাজার দুঃস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন সভাধিপতি ও জেলা শাসক
Bengal Times News, 17 October 2023
বেঙ্গল টাইমস নিউজ, জামালপুর : শারদ উৎসবে আড়াই হাজার জন দুস্থ পুরুষ ও মহিলাকে নতুন বস্ত্র প্রদান করে এলাকায় সাড়া ফেলে দিয়েছেন মেহেমুদ খান। ১৭ অক্টোবর জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটি এই বস্ত্র প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।
জামালপুর বাসস্ট্যান্ডে আয়োজিত এই বস্ত্র প্রদান কর্মসূচিতে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, জেলাশাসক পূর্ণেন্দু মাজি, বর্ধমান দক্ষিণ মহকুমার পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী, বিডিও শুভঙ্কর মজুমদার, জামালপুর থানার ওসি ইন্সপেক্টর রাকেশ সিং, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক উপস্থিত থেকে হিন্দু মুসলমান সহ সব সম্প্রদায়ের দুস্থদের বস্ত্র বিতরণ করেন।
জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার বলেন, জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটির সভাপতি মেহেমুদ খানের ভূয়ষী প্রশংসা করেন। তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যেরকমটি চাইছেন জামালপুরে মেহেমুদ খানরা তার আদর্শে অনুপ্রাণিত হয়েই গরিব মানুষের পাশে থাকছেন। উৎসবের দিনগুলি যাতে সকলে আনন্দমুখর ভাবে কাটাতে পারে সেদিকেই নজর দিয়েছে জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটি।
পূর্ব বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাজি বস্ত্র প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন বর্ধমানে আসার পর এই প্রথম তিনি জামালপুরে এলেন। গতকাল থেকে প্রচন্ড জ্বর কিন্তু নাগরিক জনকল্যাণ সোসাইটির সভাপতির আন্তরিক আমন্ত্রণে আসতে বাধ্য হলাম। তবে না এলে বুঝতেই পারতাম না যে এত বড় তাঁর কর্মকাণ্ড। সমাজে তাঁর কাজ অন্যান্যদের অনুপ্রেরণা জোগাবে।
এদিনের অনুষ্ঠান সুশৃঙ্খল ভাবে পরিচালনা করেন জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটির সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মেহেমুদ খান ও পঞ্চায়েত সমিতির সহসভাপতি তথা নাগরিক জনকল্যাণ সোসাইটির কোষাধ্যক্ষ ভূতনাথ মালিক। উপস্থিত ছিলেন বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের সমস্ত সদস্য এবং অন্যান্যরা।