Panchayat Cup Football
বড়শুলে পঞ্চায়েত কাপ ফুটবলের ফাইনালে রাজ্যের ক্রীড়া মন্ত্রী মনোজ তিওয়ারি
Bengal Times News, 13 October 2023
লুতুব আলি, বড়শুল : পূর্ব বর্ধমানের বর্ধমান ২ নং ব্লকের বড়শুলে অনুষ্ঠিত হল পঞ্চায়েত কাপ ২০২৩। এই পঞ্চায়েত কাপ ফুটবল প্রতিযোগিতা সফলতার সঙ্গে পরিচালনা হওয়ার জন্য রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের রাষ্ট্রমন্ত্রী মনোজ তিওয়ারি প্রশংসা করেছেন। গত ২৪ সেপ্টেম্বর বড়শুল ২ নং গ্রাম পঞ্চায়েত স্তরে এই প্রতিযোগিতা শুরু হয়েছিল। প্রতিযোগিতায় মোট ৩২ টি দল অংশগ্রহণ করে। ১৩ অক্টোবর এই ফুটবল খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়। এই ফাইনাল খেলা প্রত্যক্ষ করার জন্য বড়শুল সিডিপি উচ্চ বিদ্যালয় এর মাঠে উপছে পড়া দর্শক সমাগম ঘটে। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে টোটপাড়া সিধু কানু ক্লাব ও যদুনাথপল্লী অমিত স্মৃতি সংঘ। টোটপাড়া সিধু কানু ক্লাব ১ - ০ গোলে জয় লাভ করে। ম্যান অফ দ্যা ম্যাচ হন সৌমেন মান্ডি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের খেতাব অর্জন করেন নির্মল মান্ডি। টুর্নামেন্টের সেরা গোলরক্ষক সুমন্ত গোলদার।
ক্রীড়া মন্ত্রী মনোজ তিওয়ারি এই প্রতিযোগিতা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ বর্তমানে ক্রীড়া ক্ষেত্রে প্রভূত উন্নতি সাধন ঘটেছে। ক্রীড়া চর্চা কে সমাজের তৃণমূল স্তরে পৌঁছে দেবার লক্ষ্যে বিধায়ক নিশীথ কুমার মালিকের উদ্যোগে এবং বড়শুল ২ নং গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় আয়োজিত দীর্ঘ একমাস ব্যাপী ফুটবল টুর্নামেন্টের সাফল্য কামনা করেছেন। ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক। তিনি বলেন, এলাকায় খেলাধুলার প্রসার ঘটেছে। মুখ্যমন্ত্রী চাইছেন খেলা থেকে বিমুখ হওয়া যুব সমাজকে নিবিড় ভাবে সেতুবন্ধন করতে। মুখ্যমন্ত্রীর প্রদর্শিত পথে হেঁটে ব্যাপক সাফল্য পাওয়া যাচ্ছে। এ ব্যাপারে গ্রাম পঞ্চায়েতগুলিও তৎপর হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি রাখি কোনার, সহ-সভাপতি দেবদ্বীপ রায়, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পরমেশ্বর কোনার, জেলা পরিষদ সদস্য সনৎ পাল, বিশিষ্ট সমাজসেবী শেখ মোঃ মহসিন, গৌরাঙ্গ লাল বসু, গৌড় হরি দত্ত, সৌভিক পান, শক্তিপদ পাল, শেখ মোহাম্মদ হাবিব, শেখ মোহাম্মদ সিরাজ, শেখ নাজির, শেখ শফিক সহ বড়শুল সিডিপি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ড: বিশ্বজিৎ ঘটক, শক্তিগড় সফদর হাশমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ ঘোষ, শেখ শফিক প্রমুখ। বড়শুল ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান রমেশচন্দ্র সরকার ও উপপ্রধান নাজিরা বেগম অনুষ্ঠানে উপস্থিত সকলকে সম্ভাষণ জানান।