Fear of crocodiles
কুমির আতঙ্কে মহালয়ার তর্পণ নিয়ে সংশয়, ভাগীরথীর মালতীপুর ঘাট পরিদর্শনে মন্ত্রী
Bengal Times News, 12 October 2023
জগন্নাথ ভৌমিক, কালনা : ভাগীরথী সংলগ্ন কালনা শহরের লোকালয়ে কুমির ঘোরাঘুরির পরই আতঙ্কে রয়েছেন তীরবর্তী এলাকার বাসিন্দরা। সব থেকে বড় বিষয় আগামী শনিবার মহালয়ার সকালে গঙ্গা নদী ভাগীরথীতে তর্পণ কীভাবে হবে, সেই নিয়েই ভীতি ছড়িয়েছে কালনা সহ পূর্ব বর্ধমান জুড়ে। পূর্বস্থলী-১ ব্লক ও কালনা-১ ব্লকের পঞ্চায়েত ও পুরসভা তর্পণ উপলক্ষ্যে ভাগীরথীর ঘাটগুলিতে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নিতে শুরু করেছে। ইতিমধ্যে ধাত্রীগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভাগীরথীর মালতীপুর ঘাট পরিদর্শন করেছেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ।
তিনি কালনা ১ সমিতির সভাপতি শ্রাবণী পাল, ধাত্রীগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক বাবু, উপপ্রধান সৌমিত্র বাবু সহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও স্থানীয় নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন মানুষ যাতে নির্ভয়ে তর্পণ করতে পারেন তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য। মন্ত্রী পরামর্শ দিয়েছেন মালতিপুর ঘাটে জাল দিয়ে ঘেরার ব্যবস্থা করতে যাতে করে অন্তত মানুষের মধ্যে কুমির আতঙ্ক না থাকে। তিনি সকলকে সঙ্গে নিয়ে নৌকা চড়ে সব কিছু খতিয়ে দেখেন।
এছাড়া নদী তীরবর্তী পূর্বস্থলী-১ ব্লকের জালাহাটি, জালুইডাঙা, কালনা-১ ব্লকের মালতিপুর, বর্মণপাড়া প্রভৃতি গ্রামের বহু মৎস্যজীবী নদীতে মাছ ধরে জীবিকা চালান। কয়েকদিন আগে কাটোয়ায় ভাগীরথীর পাড়ে একটি কুমির উদ্ধার হয়েছে। মাঝেমধ্যে বিভিন্ন জায়গায় কুমির দেখা যাচ্ছে। তারপরই কালনায় বাড়ির উঠোনে, রাস্তায় দাপিয়ে বেড়ায় একটি কুমির। এলাকার বাসিন্দারা সেটি দেখতে পান। ব্যাপক ভিড় জমে যায়। পরে বনদপ্তর সেটিকে জালবন্দি করলেও মৎস্যজীবী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক যাচ্ছে না।
কালনার মহকুমা শাসক শুভম আগরওয়াল জানান, মহালয়ার তর্পণের জন্য ভাগীরথীর তীরবর্তী এলাকায় মাইকিং করে বাসিন্দাদের সতর্ক করা হবে। জেলা মহকুমা প্রশাসন, ব্লক ও পঞ্চায়েত একযোগে সাধারণ মানুষের নিরাপত্তার দিকটি দেখা হচ্ছে।