Students on the road to
clean program
'আগমনীর আহ্বান : পরিচ্ছন্ন পূর্ব বর্ধমান' কর্মসূচিতে পথে নামলো বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা
Bengal Times News, 13 October 2023
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : শুধু সাংস্কৃতিক কর্মসূচি দিয়ে নয়, এবার আগমনীর আহ্বান পরিছন্নতা দিয়ে। দুর্গাপূজার আগে জনপদের সর্বত্র পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে দিতে পথে নেমেছে কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। 'আগমনীর আহ্বান : পরিচ্ছন্ন পূর্ব বর্ধমান' এই স্লোগানকে সামনে রেখে ১৩ অক্টোবর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজিত হয়।
পূর্ব বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাজির বিশেষ তৎপরতায় জেলা প্রশাসন ও শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে দুর্গাপূজার আগে জনপদের সর্বত্র পরিচ্ছন্নতার লক্ষ্যেই এই কর্মসূচি আয়োজন করা হয় বলে প্রধানশিক্ষক ড. সুভাষচন্দ্র দত্ত জানিয়েছেন। শিক্ষক কমল সাহার পরিচালনায় শোভাযাত্রা কাঞ্চননগরের বিস্তৃত অঞ্চল পরিক্রমা করে। অংশগ্রহণ করে বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী তথা শিক্ষকশিক্ষিকা এবং শিক্ষাকর্মী বন্ধুরা।
কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক ড. সুভাষচন্দ্র দত্ত আরও জানান, ডেঙ্গুর প্রাদুর্ভাব ঠেকাতে সরকারের এই পদক্ষেপ প্রশংসনীয় যা সকলে অনুভব করেছে। আমাদের পড়ুয়ারা বিভিন্ন সরকারি প্রকল্পে সচেতনতার পরিচয় সবসময়েই দিয়ে আসছে এবং আজও স্থানীয় বাসিন্দারা তাদের দেখে অনুপ্রাণিত হয়।