Kabita Utsav
শারদীয়া কবিতা উৎসব, ভিন্নমাত্রিক অনুষ্ঠান
Bengal Times News, 21 October 2023
লুতুব আলি, সোদপুর : শারদীয়া দুর্গাপূজোর শুরুতেই অনুষ্ঠিত হল কবিতা উৎসব। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর মহকুমার সোদপুর দক্ষিণ পানশিলায় এই কবিতা উৎসবের আয়োজক দক্ষিণ পানশীলা শান্তিরক্ষা কমিটি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জাতি ধর্ম নির্বিশেষে কবি সাহিত্যিকরা এই কবিতা উৎসবে যোগদান করেন। পুজো প্রাঙ্গণের মণ্ডপে এই কবিতা উৎসবে অনেক ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের কবি বন্ধুরাও স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বর্ষীয়ান সাহিত্যিক সাধন চট্টোপাধ্যায়। সোদপুরের ভূমিপুত্র লেখক, সঞ্চালক ও বিশিষ্ট অভিনেতা কৌশিক ঘোষের সমগ্র ভাবনায় শারদীয়ায় এই কবি সম্মেলন আক্ষরিক অর্থে এক মিলন মেলার রূপ নিয়েছিল। সর্বজনীন দুর্গা পুজোয় সচরাচর বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানের ঝলকানিতে পুজো প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। এক্ষেত্রে এখানে এক অন্য ছবি দেখা গেল। কবিতা উৎসবের মধ্য দিয়ে পুজোর সূচনা এই আঙ্গিকটি সম্পূর্ণ একটি ভিন্ন ধরনের বার্তা দিল বলে অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেদের অভিমত।
একই সঙ্গে কবিতা উৎসবে লাইভ পেইন্টিংয়ে ছিলেন শিল্পী সুজয় পাল। কৌশিক বাবু অবশ্য বলেছেন সোদপুর দক্ষিণ পানশিলা শান্তি রক্ষা কমিটির সমস্ত কর্মকর্তা, সদস্য ও এলাকাবাসী এই অনুষ্ঠান না চাইলে কোনমতেই করা সম্ভব হয়ে উঠতো না। এক সাক্ষাৎকারে কৌশিক ঘোষ বলেন, ব্যারাকপুর সাব ডিভিশনে এই প্রথম পুজোয় কবিতা উৎসব। এই কবিতা উৎসব এক নতুন দিক খুলে দিল। বাংলার আদি কৃষ্টি সংস্কৃতির একটি ধারা কবিতা। সাহিত্য পিপাসু মানুষ আজ ও যে কবিতা ভালবাসেন এই কবিতা উৎসবই তার প্রকৃষ্ট উদাহরণ। যেদিন পৃথিবী কবিহীন হয়ে পড়বে সেদিন আর ফুল ফুটবে না, আকাশে তারাও উঠবে না। পৃথিবী হবে এক শীতল অন্ধকার উপত্যকা ! তাই কবিতা বাঁচুক, কবিরাও ভালো থাকুন। অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি সমকাল পত্রিকার সম্পাদক ড. সুবীর মুখোপাধ্যায় বলেন, আর্থসামাজিক ও রাজনৈতিক দিক থেকে ভারতবর্ষ আজ বিপন্ন হয়ে পড়েছে। কবি, সাহিত্যিক, সাংবাদিকদের আরও বলিষ্ঠভাবে কলম ধরতে হবে।
কবিতা উৎসবে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন কবি শংকর রায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, রাজীব চক্রবর্তী, জয়া ঘটক, ধীরেন্দ্র রায়, অশোক মুখোপাধ্যায়, গোলক পাল, গোবিন্দ ভাওয়াল, কৌশিক শীল, পাপিয়া দে দাস, জয়ন্ত কুন্ডু, বুলবুল উদ্দিন আহমেদ, মিতালী মুখার্জী, সুতপা দাস, সঞ্চিতা চ্যাটার্জী, সনৎ দাস, বিধান রায়, আরেফা গোলদার প্রমুখ।