Bishwa Bangla Sharad Award
বিশ্ব বাংলা শারদ সম্মানে ভূষিত পূর্ব বর্ধমান জেলার ১২ টি দুর্গাপুজো
Bengal Times News, 20 October 2023
জগন্নাথ ভৌমিক, পূর্ব বর্ধমান : দুর্গা পুজোর সেরা সম্মান 'বিশ্ব বাংলা শারদ সম্মান’ পুরস্কার প্রদান করা হলো আজ। পূর্ব বর্ধমান জেলার পুজো কমিটিগুলো থেকে বিচারকদের মাধ্যমে বাছাই করে সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা মণ্ডপ এবং সেরা সমাজ সচেতনতা বিভাগে ‘বিশ্ব বাংলা শারদ সম্মান-২০২৩' প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজী, অতিরিক্ত জেলাশাসক সানা আক্তার, বর্ধমান সদর (দক্ষিণ) মহকুমা শাসক কৃষ্ণেন্দু কুমার মন্ডল, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মন্ডল সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা এবং পুরস্কার প্রাপক পুজো কমিটিগুলির কর্মকর্তারা।
শুক্রবার বিশ্ব বাংলা শারদ সম্মান প্রদান অনুষ্ঠানটি হয় পূর্ব বর্ধমান জেলা শাসকের কনফারেন্স হলে। সেরা পুজো বিভাগে এ বছর পুরস্কার পেয়েছে বর্ধমানের সবুজ সংঘ মেমারির সোমেশ্বর তলা সর্বজনীন দূর্গা পূজা কমিটি এবং বর্ধমান দুই ব্লকের বড়শুলের অন্নদাপল্লী সর্বজনীন দুর্গাপূজা কমিটি। সেরা প্রতিমা বিভাগে পুরস্কার পেয়েছে কালনা পুরাতন বাস স্ট্যান্ড বারোয়ারী ব্যবসায়ী সমিতি, মেমারি সারদাপল্লী অরবিন্দপল্লী এই ক্রিয়েশন ক্লাব এবং বর্ধমানের লালটু স্মৃতি সংঘ। সেরা মন্ডপ বিভাগে পুরস্কার পেয়েছে বর্ধমানের তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘ, কাটোয়ার নবোদয় সংঘ এবং বর্ধমানের সর্বমিলন সংঘ। এছাড়া সেরা সমাজ সচেতনতা বিভাগে বর্ধমানের কেশবগঞ্জ বারোয়ারী দুর্গোৎসব, খণ্ডঘোষ তাঁতিপাড়া সর্বজনীন দুর্গাপূজা কমিটি এবং কালনার সোনপাড়া বারোয়ারী সর্বজনীন দুর্গোৎসব।
পূর্ব বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজী জানান, এবার জেলায় মোট বারোটি পুজো কমিটি বিশ্ব বাংলা শারদ সম্মানে ভূষিত হয়েছে।