Missing in Bhagirathi মহা অষ্টমীতে হাড় হিম করা ঘটনা, ভাগীরথীতে নিখোঁজ এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়া সহ দুই তরুণ
Bengal Times News, 22 October 2023
জগন্নাথ ভৌমিক, পূর্ব বর্ধমান : মহা অষ্টমীর সকালে ভাগীরথী নদীতে স্নান করতে নেমে নিখোঁজ হলো দুর্গাপুর ইঞ্জিনিয়ারিং কলেজের এক পড়ুয়া সহ দুই তরুণ। কালনা থানার ধাত্রীগ্রামের ঘটনা। জলের স্রোতে ভেসে গেছে বলেই অনুমান করা হচ্ছে। রবিবার সকালে মর্মান্তিক ঘটনায় ধাত্রীগ্রামের বিবিরজোল এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, ওরা সম্পর্কে মামা-ভাগ্নে। উত্তর চব্বিশ পরগনা জেলার বিধাননগরের কেষ্টপুরের বাড়ি থেকে সঞ্জু বসাক (২২) দুর্গাপুজো উপলক্ষে ধাত্রীগ্রামে মামার বাড়িতে বেড়াতে এসেছিল।
রবিবার সকাল সাড়ে নটা নাগাদ মামা অভ্র বসাকের (১৭) সঙ্গে স্নান করতে নেমে জলের স্রোতে তলিয়ে যায়। জানা গেছে, দুজনের কেউই সাঁতার জানে না। এদিন সকালে পরিবারের অন্যান্যদের সঙ্গে মামা ভাগনা ভাগীরথীর ঘাটে কালী প্রতিমা বিসর্জন দেয়। তারপরই তারা একটি সাইকেলে ধাত্রীগ্রামের জিবিএম ইট ভাটা ঘাটে স্নান করতে যায়। সেখানেই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ঘাটে পড়ে থাকে তাদের জুতো, গামছা এবং সাইকেল। খবর পাওয়ার পর ভাগীরথী নদীতে বিপর্যয় মোকাবিলা বিভাগের ডুবুরি নামানো হয়। দীর্ঘক্ষন অনুসন্ধান চালিয়েও কোনও হদিশ মেলেনি। ডুবুড়িরা গঙ্গার জল তোলপাড় করে খোঁজাখুঁজি করে চলেছে।



