Air quality measuring
বর্ধমানের তিনটি স্কুলে বসলো বায়ুর গুণমান পরিমাপক যন্ত্র
Jagannath Bhoumick
Bengal Times News, 10 October 2023
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বায়ু দূষণ সূচক উর্ধগামী বলে সম্প্রতি এক রিপোর্টে প্রকাশ পেয়েছে। সেই প্রেক্ষিতে এবার বায়ুর গুণমান পরিমাপক যন্ত্র প্রদান করা হল বর্ধমানের তিনটি স্কুলে। এই জেলায় এহেন উদ্যোগ প্রথম। ১০ অক্টোবর বর্ধমান মিউনিসিপ্যাল স্কুল, উদয়পল্লী শিক্ষানিকেতন এবং সেমফোর্ড স্কুলে এই যন্ত্র এদিন প্রতিস্থাপন করা হয়।
সুইচ অন ফাউন্ডেশনের তরফে বিনামূল্যে এই যন্ত্রগুলি প্রদান করা হয়েছে। যার এক একটির দাম প্রায় ১৫০০০ টাকা বলে সংস্থার তরফে জানান সন্দীপন সরকার। এই যন্ত্র গুলি কিভাবে কাজ করবে সেই বিষয়ে স্কুলের ছাত্রছাত্রীদের প্রশিক্ষণও দেওয়া হয় এদিন। উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ প্রদীপ রাউত। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এই রকম যন্ত্র থাকলেও স্কুল স্তরে এহেন বায়ু গুণমান পরিমাপক যন্ত্র ছিল না।
এটি দিয়ে সহজেই ছাত্রছাত্রীরা তাদের স্কুল চত্বর সহ আশপাশের পরিবেশের বায়ু দূষণ মাত্রা পরীক্ষা করতে পারবে এবং এই নিয়ে ছাত্রজীবনে সচেতনতাও বাড়বে। এছাড়াও নির্ধারিত সময় অন্তর নজরদারীতে শহর বর্ধমানের বায়ু দূষণ সূচক পরিমাপ করে রিপোর্ট তৈরী করা হবে বলে উদ্যোগতারা জানান।