Classical Music
পন্ডিত তন্ময় বোস এর পরিচালনায় সুন্দর শাস্ত্রীয় সঙ্গীতের সন্ধ্যা উপভোগ করার সুযোগ পেল বর্ধমানবাসী
Bengal Times News, 18 October 2023
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : একটি সুন্দর শাস্ত্রীয় সঙ্গীতের সন্ধ্যা উপভোগ করার সুযোগ পেল বর্ধমানবাসী। আন্তর্জাতিক তবলা বাদক পন্ডিত তন্ময় বোস এর পরিচালনায় বর্তমান প্রজন্মের বিশিষ্ট শিল্পীরা জলসা শীর্ষক এই অনুষ্ঠানে শাস্ত্রীয় সংগীতের কলাকৌশল উপস্থাপনার মাধ্যমে উপস্থিত সুধীজনদের মন জয় করে নিল। ১৬ অক্টোবর বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চ সেই অনুষ্ঠানের স্বাক্ষী থাকলো। মূলতঃ ভদ্রেশ্বর এ্যাগ্রো প্রাইভেট লিমিটেড এবং শেমফোর্ড ফিউচারিস্টিক স্কুল যৌথ ভাবে এই অনুষ্ঠানটি প্রযোজনা করেছে। "জলসা" শীর্ষক ক্লাসিক্যাল মিউজিক সন্ধ্যায় তন্ময় এবং বন্যার স্বকীয় কলাকৌশল তবলা ইঞ্চ সুচারুভাবে উপস্থাপিত করেছে।
প্রদীপ প্রজননের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের অনুষ্ঠানিক সূচনা করেন শাস্ত্রীয় সংগীতের আন্তর্জাতিক শিল্পী পন্ডিত তন্ময় বোস। উপস্থিত ছিলেন অনুষ্ঠানের মূল আয়োজক সনৎ নন্দী, পার্থ নন্দী, পলাশ নন্দী সহ শেমফোর্ড ফিউচারিস্টিক স্কুলের প্রিন্সিপাল এ স্টিফান রাজ এবং অন্যান্য গুণীজনরা।
পন্ডিত তন্ময় বোস সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে বলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সংরক্ষণ ও প্রচারের জন্য তিনি চেষ্টা করে যাচ্ছেন। সেই কাজকে ত্বরান্বিত করতে এগিয়ে এসেছেন বর্ধমানের পার্থ নন্দী ও পলাশ নন্দী। তিনি রাম লক্ষণ বলে অভিহিত করে দুই ভাইকে বিশেষভাবে অভিনন্দন জানান।
এদিন "জলসা" শীর্ষক শাস্ত্রীয় সঙ্গীতের সন্ধ্যায় পন্ডিত তন্ময় বোসের পরিচালনায় আরচিক ব্যানার্জী (তবলা), আরশাদ আলী খান (কণ্ঠ), সন্দীপ চ্যাটার্জী (সন্তুর), ইন্দ্রজিৎ বসু (বাঁশি), রোহেন বোস (তবলা) মনোমুগ্ধকর পরিবেশনায় উপস্থিত দর্শক শ্রোতাদের আবিষ্ট করেন। এছাড়া শেমস্টার ড্যান্স গ্রুপের শিল্পীরা সৃজনশীল নৃত্যের মাধ্যমে গণেশ বন্দনা করে উপস্থিত দর্শকদের প্রশংসা পেয়েছে। শেমফোর্ড ফিউচারিস্টিক স্কুলের ছাত্র অমর্ত্য সামন্ত মাউথ অর্গানে আধুনিক গানের সুর মুর্চ্ছণায় শ্রোতাদের বাংলা গানের স্বর্ণযুগকে মনে করিয়ে দেয়। উদীয়মান শিল্পী স্বর্ণাভ সরকার, অর্ক ঘোষ, অর্চিশ্মান সিনহা রায়, অঞ্চিত মাঝি ও ইরাবন ঝা তবলা তরঙ্গ পরিবেশনে সকলকে আনন্দ দেওয়ার সঙ্গে বিশেষ মুন্সিয়ানা দেখিয়েছে।