World-class Teacher
বিশ্বের সেরা ১০ শিক্ষকের তালিকায় বাংলার সরকারি বিদ্যালয়ের শিক্ষক দীপনারায়ণ নায়ক
Bengal Times News, 28 October 2023
জগন্নাথ ভৌমিক, পশ্চিম বর্ধমান : পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবার বিশ্বের সেরা দশ শিক্ষকের তালিকায় স্থান পেলেন। ইউনেস্কো স্বীকৃত গ্লোবাল টিচার অ্যাওয়ার্ডে সেরা দশের তালিকায় আগেই ঠাঁই পেয়েছেন দীপনারায়ণ নায়ক। পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়া ব্লকের তিলকা মাঝি আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তিনি। একমাত্র ভারতীয় শিক্ষক হিসেবে দীপনারায়ণ নায়ক বিশ্বের সেরা দশের তালিকায় ঠাঁই পেলেন। আগামী ৮ নভেম্বর প্যারিসে ইউনেস্কোর জেনারেল অ্যাসেম্বলিতে ঘোষিত হবে বিশ্বের সেরা শিক্ষকের নাম। ইতিমধ্যেই আয়োজক সংস্থার তরফে আমন্ত্রণ পত্র এসে পৌঁছেছে তাঁর কাছে। স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত দীপনারায়ণ নায়ক সহ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও শিক্ষক মহল।
প্রত্যন্ত গ্রামে শিক্ষার আলো ছড়িয়ে আজ দেশের হিরো দীপনারায়ণ নায়ক। পূর্ব মেদিনীপুরের অত্যন্ত দরিদ্র পরিবার থেকে পড়াশোনা করে উঠে এসেছেন তিনি। ছাত্র জীবনে বই খাতা কেনার সামর্থ্য ছিল না। বাবা খুবই কম বেতনে ওষুধের দোকানে কাজ করতেন। তাঁর পড়ানোর জন্য দিদি ও বোনেদের পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত দীপনারায়ণ নায়ক পড়াশোনা করে জামুড়িয়ার তিলকা মাঝি আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার চাকরি পান। ওই বিদ্যালয়ে শিক্ষকতার পেশায় যুক্ত হওয়ার পর তিনি দেখেন সেই অঞ্চলে তখনও শিক্ষার আলো সেভাবে পৌঁছায়নি। পড়ুয়াদের বেশিরভাগই প্রথম প্রজন্মের ছাত্র-ছাত্রী। তাদের নানাভাবে পড়ানোর চেষ্টা করেন। সমস্যার মুখোমুখি হলেন করোনা অতিমারি পরিস্থিতিতে। যখন দেশ জুড়ে লকডাউন চলছে। সব কিছু বন্ধ। এই অবস্থায় তাঁর চেষ্টার ফসল যখন অন্ধকারে নিমজ্জিত হতে যাচ্ছে। তখন তিনি উপলব্ধি করেন একবার শিশুদের পড়াশোনা বন্ধ হয়ে গেলে আর তাদের বিদ্যালয়মুখী করা যাবে না। এই অবস্থায় দীপনারায়ণ রাস্তাতেই লেখা পড়ার পাঠ দেওয়া শুরু করেন। এরফলে যেমন করোনার সময় সামাজিক দূরত্বের বিধি মানা যাচ্ছিল, তেমনি গ্রামের কচিকাঁচাদের পঠনপাঠনও হচ্ছিল। গ্রামের কাঁচা বাড়ির দেওয়ালগুলি রং করে হয় ব্ল্যাকবোর্ড। পড়ুয়ারা তার উপর লিখতে শুরু করে অ-আ-ক-খ। ব্যস কিস্তিমাত, শিশুদের মাধ্যমেই বাবা-মাকে পড়ানো শুরু করেন তিনি। চারিদিকে দীপনারায়ণ রাস্তার মাস্টার নামে পরিচিত হয়ে ওঠেন। মিডিয়ার দৌলতে সেই খবর ছড়িয়ে পড়ে গোটা দেশে। এমনকি সারা বিশ্বে।
সব থেকে বড় বিষয় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোতেও কলকাতার বেলেঘাটায় রাস্তার মাস্টার নামে পুজোর থিম হয়েছে। গ্লোবাল টিচার অ্যাওয়ার্ডেও তাঁর জয়জয়কার এখন সর্বত্র, তিনিই এখন শিক্ষককূলের নায়ক। আমাদের তরফে শুভেচ্ছা রইলো, সেরা দশের থেকে বিশ্বের সেরা শিক্ষকের শিরোপা উঠে আসুক শিক্ষক দীপনারায়ণ নায়ক এর মাথায়।
শিক্ষক দীপনারায়ণ নায়ক এর কথায় সেরা দশে থাকার এই সাফল্য আমার একার নয়। আমার পাশে দাঁড়ানো প্রতিটি মানুষ ও আমার পড়ুয়াদের জন্যই এই সাফল্য।