Durgotsab 2023
পূজাপরিক্রমা করলো বর্ধমান বেলগ্রামের দিল্লি পাবলিক স্কুলের শিক্ষার্থীরা
Bengal Times News, 19 October 2023
জগন্নাথ ভৌমিক, পূর্ব বর্ধমান : দিল্লি পাবলিক স্কুল বর্ধমানের ছাত্র-ছাত্রীরা এক অভিনব প্রয়াসের মাধ্যমে এবারের দুর্গা পূজাকে স্মরণীয় করে রাখল। ১৮ অক্টোবর স্কুল কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় শিক্ষার্থীরা বেলগ্রামের স্কুল ক্যাম্পাস থেকে বেরিয়ে পূজা পরিক্রমার মাধ্যমে এক নতুন অভিজ্ঞতা সঞ্চয়ের সুযোগ পেল।
দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীরা স্কুল থেকে নিজস্ব বাসে করে চারজন শিক্ষক ও শিক্ষিকা সহযোগে প্রথমে হাজির হয় বর্ধমান সর্বমিলন সংঘের পূজা মন্ডপে। সেখানে মন্ডপ দর্শনের পাশাপাশি থিম নিয়ে ও অন্যান্য বিভিন্ন বিষয়ে সম্পাদক ও সদস্যদের কাছে তাদের জিজ্ঞাস্য বিষয়ে অবহিত হয়।
সর্বমিলন সংঘের এবারের থিম সিকিমের চারধাম মন্দির। মন্ডপের খুঁটিনাটি সব কিছু পরিদর্শন শেষে ক্লাবের সম্পাদকের হাতে প্রশংশাসূচক একটি স্কুল মেমেন্টো ও মিষ্টির প্যাকেট তুলে দিয়ে শারদীয়ার শুভেচ্ছা জ্ঞাপন করে স্কুলের ছাত্রছাত্রীরা। এরপরে সবুজ সংঘের মন্ডপে প্রবেশ করে ছাত্র ছাত্রীরা, এবারে তাদের পুজোর থিম 'বৌদ্ধ মন্দির”।
লালটু স্মৃতি সংঘের থিম পুতুল বিন্যাস এবং আলমগঞ্জ বারোয়ারি পূজা কমিটির অভিনব শিল্প ভাবনায় মুগ্ধ হয়ে পড়ে শিক্ষার্থীরা। এবারের ভাবনা 'অন্তহীন দৌড়'। যা সময় ও কালোপযোগী। এই ভাবে ৫টি মন্ডপ পরিক্রমা করে শিক্ষার্থীরা।
দুর্গোৎসবে ভাবনার বৈচিত্র্য জেনে ছাত্র ছাত্রীরাও সমৃদ্ধ ও আনন্দিত। তারা শিক্ষা জীবনে মনের বিকাশ ও সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা সঞ্চয় করে এবং মোহিত হয়ে বিদ্যালয়ে ফিরে আসে।