Vande Bharat Express
পাটনা-হাওড়া বন্দেভারত ট্রেন ২৬ সেপ্টেম্বর থেকে চলবে, কোন কোন স্টেশনে দাঁড়াবে জানতে হলে ক্লিক করুন
Bengal Times News, 22 September 2023
জগন্নাথ ভৌমিক, কলকাতা : পশ্চিমবঙ্গ বাসীর জন্য অত্যন্ত সুখবর। চতুর্থ বন্দেভারত এক্সপ্রেস পেতে চলেছে রাজ্যবাসী। ২২৩৪৮/২২৩৪৭ পাটনা-হাওড়া বন্দেভারত এক্সপ্রেস বুধবার বাদে প্রতি সপ্তাহে ৬ দিন চলবে। ট্রেনটি সকাল ৮টার সময় পাটনা থেকে ছেড়ে একই দিনে হাওড়ায় পৌঁছাবে দুপুর ২ টা ৩৫ মিনিটে। পুনরায় ট্রেনটি দুপুর ৩ টা ৫০ মিনিটে হাওড়া থেকে ছেড়ে একইদিনে পাটনায় পৌঁছাবে রাত ১০ টা ৪০ মিনিটে। এই ট্রেনটিতে ৮ টি এসি চেয়ার কার থাকছে।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, পাটনা-হাওড়া বন্দেভারত ট্রেন আগামী ২৬ শে সেপ্টেম্বর থেকে উভয়পথে যাত্রা শুরু করবে। ট্রেনটি যাত্রাকালে পাটনাসাহিব, মোকামা, লক্ষীসরাই, জসিডি, জামতারা, আসানসোল ও দূর্গাপুর স্টেশনে দাঁড়াবে। উল্লেখযোগ্যভাবে এই ট্রেনটিতে সফররত যাত্রীরা পাটনা থেকে হাওড়া মাত্র ৬ ঘন্টা ৩৫ মিনিটে পৌঁছবেন যা অন্যান্য গন পরিবহন মাধ্যমের তুলনায় অনেকটা কম সময় নেবে। এরফলে বহু যাত্রী উপকৃত হবেন।
পাটনা-হাওড়া বন্দেভারত ট্রেন বর্ধমান স্টেশনে দাঁড়াবে বলে আশাবাদী ছিলেন বর্ধমানবাসী। কিন্তু পাটনা-হাওড়া বন্দেভারত ট্রেনের সিডিউল জানার পর বর্ধমানবাসী হতাশ।