Law Clerk's Association
পশ্চিমবঙ্গ ল'ক্লার্ক এসোসিয়েশন দাবি আদায়ে পথে নামলো
Jagannath Bhoumick
Bengal Times News, 22 September 2023
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : পশ্চিমবঙ্গ ল'ক্লার্ক এসোসিয়েশন সমগ্র রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছে। আজ সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে পশ্চিমবঙ্গ ল'ক্লার্ক এসোসিয়েশনের পূর্ব বর্ধমান শাখাও বর্ধমান শহরে বিক্ষোভ আন্দোলনে সামিল হয়। ল'ক্লার্কদের প্রতি বঞ্চনা, বৈষম্য, অবহেলার প্রতিবাদে বর্ধমান জেলা আদালত চত্বর থেকে মিছিল করে শহরের কার্জনগেটের সামনে জি টি রোড অবরোধ করে।
বিক্ষোভকারীদের দাবি ভূমি সংস্কার দপ্তরে ও রেজিস্ট্রি অফিসে ত্রুটিপূর্ণ অনলাইন প্রথা অবিলম্বে বাতিল করতে হবে, আদালতে আসা বিচারপ্রার্থীদের জন্য সরকারি ব্যয়ে পানীয় জল, শৌচাগার ও বসবার ব্যবস্থা করতে হবে। এদিন ১৩ দফা দাবীতে পথ অবরোধ কর্মসূচী সংগঠিত করে ল'ক্লার্ক এসোসিয়েশনের পূর্ব বর্ধমান শাখা।
শুক্রবার পূর্ব বর্ধমান জেলা আদালত চত্বর থেকে মিছিল করে এসে কার্জনগেটের সামনে সড়ক অবরোধ করে ল'ক্লার্কস এসোসিয়েশনের সদস্যরা। প্রায় ৩০ মিনিটের অবরোধ কর্মসূচীতে দিনের ব্যস্ততম সময় ভরদুপুরে বিশাল যানজটের সৃষ্টি হয়। এরপর বর্ধমান থানার পুলিশ এসে বিক্ষোভ তুলে দেয়।
পশ্চিমবঙ্গ ল'ক্লার্কস এসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলা শাখার সভাপতি বিপত্তারণ আইচ বলেন, আমাদের মাধ্যমে রাজ্য সরকারের মোটা টাকা রাজস্ব আদায় হলেও আমাদের ন্যূনতম মৌলিক দাবী গুলো মানছে না সরকার। সেই সঙ্গে আমরা ল'ক্লার্কস অ্যাক্টের কিছু সংশোধনের দাবী জানাচ্ছি। আমাদের দাবী গুলো গুরুত্ব দিয়ে বিবেচনা না করলে বৃহত্তর আন্দোলনে যাবে পশ্চিমবঙ্গ ল'ক্লার্কস এসোসিয়েশন।