রমরমিয়ে চলছে অবৈধ বালি পাচার, প্রশাসন নিশ্চুপ
Bengal Times News, 23 September 2023
কাজল মিত্র, ডিসেরগড় : পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানার অন্তর্গত সাঁকতোড়িয়া ফাঁড়ির ডিসেরগড় নদী ঘাটে বালি পাচারের খবর এই প্রথম নয়। এর আগেও দেখা গিয়েছে ডিসেরগড় নদী থেকে কিভাবে অবৈধভাবে বালি উত্তোলন হচ্ছে। ফের ক্যামেরায় উঠে এল সেই ছবি। পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানের যোগাযোগকারী সেতুর কিছুটা দূরেই হাতনল, রক্তা, আলডিহি নদী ঘাটগুলিতে অবৈধভাবে চলছে বালি উত্তোলনের কাজ। এলাকায় রয়েছে কুলটি থানার সাঁকতোড়িয়া ফাঁড়ি সহ ব্লক প্রশাসন। কিন্ত তাদের কাছে খবর থাকলেও প্রশাসনের নাকের ডগা দিয়েই চলছে এই ব্যবসা। কোনও অজ্ঞাত কারণে চুপ রয়েছেন সকলেই। স্থানীয় অনেকেই বলছেন সর্ষের মধ্যে ভুত রয়েছে।
তবে সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়লো অবৈধভাবে চলা বেশ কয়েকটি বালি ভর্তি ট্রাক্টর। ট্রাক্টর থামিয়ে চালককে বালি নিয়ে যাওয়ার বৈধ কাগজপত্র আছে কিনা জানতে চাইলে সাংবাদিকদের তিনি তা দেখাতে পারেননি। সাংবাদিকরা প্রশ্ন করতেই কোন মালিকের বালি ? কোথা থেকে আসছে ? তড়তড় করে অবশ্য চালক উত্তর দিয়ে দেন। চালকের কথায়, এই বালি বোঝাই ট্রাক্টর মালিক এই এলাকারই। অনেক গুলো ব্যক্তির ট্রাক্টর চলে বলে সাফ জানান। এছাড়া তিনি বলেন এলাকার শাসক দলের নেতৃত্ব সহ পুলিশ প্রশাসনের মদতেই চলছে বালি কারবার।
সূত্র মারফত খবর, বিশেষ করে সাঁকতোড়িয়া ফাঁড়ির মুখ দিয়ে পার হয় বালি বোঝাই ট্রাক্টর।বিনা অনুমতিতে কিভাবে এই কারবার চলছে সেটাই এখন বড়ো প্রশ্ন।