SCROLL

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # সুপ্রিম রায়ে যোগ্য শিক্ষকদের আপাতত চাকরি বহাল # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # পূর্ব বর্ধমানে প্রথম সজল গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেল জামালপুরের আবুইঝাটি ২ পঞ্চায়েত # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১ # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

Social activist সেবার অঙ্গনে উজ্জ্বল নক্ষত্র অসিত চ্যাটার্জী


 

 Social activist 


সেবার অঙ্গনে উজ্জ্বল নক্ষত্র অসিত চ্যাটার্জী


Lutub Ali
Bengal Times News, 30 September 2023

লুতুব আলি, মন্তেশর : সমাজ সেবায় নিবেদিত প্রাণ পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের কালুই গ্রামের ভূমিপুত্র অসিতকুমার চ্যাটার্জী। দীর্ঘ ৩৫ বছর ধরে তিনি আর্ত, নিপীড়িত, হত দরিদ্রদের নীরবে, নিভৃতে সেবা করে আসছেন। তিন দশকের ওপর আসিতবাবু একক প্রচেষ্টায় একশো জোড়া হবু দম্পত্তির বিয়ে ও একই দিনে একশো জনের উপনয়ন দিয়ে আসছেন। হিন্দু মুসলমান, শিখ, খ্রিস্টান বিভিন্ন সম্প্রদায়ের বর-কনে হলে তাদের রীতি মেনেই সমস্ত রকমের বিয়ের আসর বসান। 

বর ও কনে যাত্রীদের নিজের খরচে খাওয়া দাওয়া আপ্যায়নের পাশাপাশি সোনা দানা, খাট বিছানা বর কনেদের বিয়ের সাজে সমস্ত রকমের ব্যবস্থা করা হয়। ২০২৩ সালের গণবিবাহ ও উপনয়নের জন্য সমস্ত রকমের ব্যবস্থা করা হয়েছে। 

বিশিষ্ট সমাজসেবী, মোহনবাগান ক্লাবের সহ-সভাপতি অসিতকুমার চ্যাটার্জী সমগ্র বাংলা তথা দেশের মধ্যে এক উজ্জ্বল ব্যক্তিত্ব বলে অনেকে মনে করেন। হিন্দু-মুসলমান সমস্ত ধর্মের প্রতি তিনি শ্রদ্ধাবনত চিত্তে সকলকে তিনি সমানভাবে সম্মান প্রদর্শন করেন। অসিত বাবু সম্প্রতি আজমীর শরীফে গিয়ে চাদর চড়িয়ে এসেছেন। তাঁর শরীরের জটিল অস্ত্রোপচার করার আগে মাজারে গিয়েছিলেন। অস্ত্রোপচার সফল হয়েছে। তিনি নিয়মিত ফুরফুরা শরীফে জান। ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষেরা অসিত বাবুকে সাদরে গ্রহণ করেন। তিনি বর্ধমান সহ হাওড়া ও অন্যান্য জেলার অনেক মসজিদ, মাদ্রাসার পরিচালন কমিটির সঙ্গেও যুক্ত আছেন। হিন্দু ধর্মের প্রতিও তাঁর অগাধ আস্থা। মসজিদ নির্মাণের পাশাপাশি মন্দির নির্মাণেও তিনি এগিয়ে আসেন। 

শারদীয়া দুর্গাপূজার সময় তিনি লরি লরি নতুন জামা কাপড় দুস্থদের মধ্যে দান করেন। অসহায় মানুষদের কাছে তিনি ভগবান। উল্লেখ্য, করোনা কালে সকলে কাজ হারালে এক চরম সংকট তৈরি হয়। এই সময় তিনি দু'বেলা শত শত মানুষকে বিনামূল্যে রান্না করে খাওয়ানোর ব্যবস্থা করেছিলেন। তিন দশকের ওপর প্রতি সপ্তাহে শত শত মানুষদের বিনামূল্যে রেশন দেন। তিনি মন্তেশ্বরের কালুই গ্রামে তিন কন্যা পার্ক গড়েছেন। গাছ গাছালি দিয়ে ঘেরা এই পার্কটিকে প্রদর্শন করতে প্রতিদিন এলাকার ও বাইরের মানুষেরা এসে ভিড় জমান। ২০০৪ সালের ৪ মার্চ তিন কন্যা পার্ক উদ্বোধনে হাজির ছিলেন দেশের তিনজন পদ্মশ্রী প্রাপক খেলোয়াড় চুনি গোস্বামী, শৈলেন মান্না, পি.কে ব্যানার্জি সহ সুব্রত ভট্টাচার্য, মানস ভট্টাচার্য, বিদেশ বোস, প্রশান্ত ব্যানার্জীর মতো বিখ্যাত খেলোয়াড়রা। এই পার্কের মধ্যে খেলার মাঠ এলাকায় খেলাধুলার প্রসার ঘটাতে সক্ষম হয়েছে। এছাড়াও এখানে একাধিক সামাজিক অনুষ্ঠান হয়। সমস্ত অনুষ্ঠানই অসিত বাবুর সৌজন্যে হয়ে থাকে। এলাকায় ও অন্যান্য জেলায় তিনি একাধিক সামাজিক কাজের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। এলাকায় ফুটবল খেলার প্রসার ঘটানোর সঙ্গে সঙ্গে ভারতের অন্যতম ফুটবল দল মোহনবাগান ক্লাবের কর্মকর্তাদের মধ্যে তিনি অন্যতম। স্বল্পভাষী, ঋজু অসিত বাবু এক সাক্ষাৎকারে এই প্রতিবেদককে বলেন, মানুষের মধ্যেই ভগবান বিরাজ করেন। যতদিন বেঁচে থাকব মানুষের মধ্যেই বেঁচে থাকতে চাই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad