In improving the quality service
পূর্ব রেলের যাত্রী পরিষেবার মানোন্নয়নে তৎপর জেনারেল ম্যানেজার অমর প্রকাশ দ্বিবেদী
Bengal Times News, 30 September 2023
জগন্নাথ ভৌমিক, বোলপুর : পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অমর প্রকাশ দ্বিবেদী শনিবার হাওড়া এবং বোলপুর স্টেশনগুলির মধ্যে উইন্ডো ট্রেইলিং পরিদর্শন করলেন। সঙ্গে ছিলেন হাওড়া ডিভিশনের ডিআরএম সঞ্জীব কুমার সহ ট্র্যাক, টার্নআউট, নিরাপত্তা গিয়ার, ওভারহেড ইকুইপমেন্ট (OHE), সিগন্যাল এবং অন্যান্য বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন। এই সমস্ত বিভাগগুলোর অবস্থা খতিয়ে দেখেন। পরে, শ্রী দ্বিবেদী, বোলপুর এবং মুরারাই স্টেশনগুলির মধ্যে উইন্ডো ট্রেলিং পরিদর্শন পরিচালনা করেন।
পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অমর প্রকাশ দ্বিবেদী, আজ মুরারাই এবং বোলপুর (শান্তিনিকেতন) স্টেশনে পুঙ্খানুপুঙ্খ পরিদর্শন করেছেন। বিভিন্ন সুযোগ-সুবিধা এবং নিরাপত্তার দিকগুলির অবস্থা খতিয়ে দেখেন। জেনারেল ম্যানেজার স্টেশন মাস্টারের কক্ষ, অপারেটিং প্যানেল রুম, স্টেশন কনকোর্স এটসি পরিদর্শন করেন এবং কর্তব্যরত কর্মীদের সাথে মতবিনিময় করেন। পরিদর্শনের সময় শ্রী দ্বিবেদী বোলপুর (শান্তিনিকেতন) স্টেশনে একটি নতুন ক্রু লবির উদ্বোধনের পাশাপাশি বোলপুরে গীতাঞ্জলি রেল যাদুঘর পরিদর্শন করেন।
জেনারেল ম্যানেজার যাত্রীদের আরও উন্নত সুযোগ-সুবিধা প্রদানের জন্য সকল উন্নয়নমূলক কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে পরামর্শ দেন।