Lifeguard
সর্বাধুনিক স্বাস্থ্য পরিষেবার অঙ্গীকার নিয়ে পথ চলা শুরু করলো লাইভ গার্ড মাল্টিস্পেশালিটি হসপিটাল
https://youtu.be/2qb-MF8Dbsw?si=DdOUgZMXl5Pb-jpd
Bengal Times News, 28 September 2023
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : শহর বর্ধমানে সর্বাধুনিক স্বাস্থ্য পরিষেবার অঙ্গীকার নিয়ে পথ চলা শুরু করল লাইভ গার্ড মাল্টিস্পেশালিটি হসপিটাল। জি টি রোডের ধারে নবাহাট মোড়ের কাছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পাশে নতুন এই মাল্টিস্পেশালিটি হসপিটালটি গড়ে উঠেছে। ২৭ সেপ্টেম্বর এক বর্ণময় অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে নবনির্মিত হসপিটাল এর উদ্বোধন করেন বাংলা চলচ্চিত্র জগতের খ্যাতনামা শিল্পী খরাজ মুখার্জী। অনুষ্ঠানের প্রথম পর্বে সবুজ ফিতে কেটে হসপিটালের দ্বারোদঘাটন করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস।
লাইভ গার্ড মাল্টিস্পেশালিটি হাসপাতালের উদ্বোধনের দিনে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান থানার ইন্সপেক্টর ইনচার্জ সুখময় চক্রবর্তী, সমাজসেবী তথা বর্ধমান পৌরসভার কাউন্সিলর রাসবিহারী হালদার, সমাজসেবী তন্ময় সিংহ রায়, অভিনেতা ধীমান ভট্টাচার্য, সমাজসেবী শেখ শামসুদ্দিন সহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ সুপ্রতীক রায়, ডাঃ অসীম সরকার, ডাঃ শাশ্বত দত্ত, ডাঃ প্রণয় ঘোষ, ডাঃ দীপক সাউ, ডাঃ কে পি আনন্দ, ডাঃ সপ্তপর্ণী মাইতি, ডাঃ শ্রীতমা রুজ। লাইভ গার্ড মাল্টিস্পেশালিটি হসপিটাল এর মানেজিং পার্টনার আতিকুর রহমান, সেখ ওসমান গনি ও সোমনাথ দাস উপস্থিত অতিথিদের স্বাগত জানানোর পাশাপাশি সকলকে উত্তরীয় পুষ্পস্তবক এবং মেমেন্টো দিয়ে সম্মানিত করেন।
নবনির্মিত হাসপাতালের পরিষেবা প্রসঙ্গে জিজ্ঞাসা করলে ম্যানেজিং পার্টনার আতিকুর রহমান জানান, লাইভ গার্ড মাল্টিস্পেশালিটি হসপিটালে ২৪ ঘন্টা ইমারজেন্সি, ফার্মেসী, ট্রমা কেয়ার, অ্যাম্বুলেন্স এর সুবিধা তো পাওয়া যাবেই এরই পাশাপাশি সেরা আইসিইউ, মডিউলার অপারেশন থিয়েটার, এনআইসিইউ, ইএনটি, ইউরোসার্জারী,, অর্থপেডিক সার্জারি, ল্যাপপ্রোস্কোপিক সার্জারি এবং প্লাস্টিক সার্জারির সুবিধা পাওয়া যাবে।
আতিকুর বাবু আরও জানান, তাদের তিনজন ম্যানেজিং পার্টনারই দীর্ঘ সময় স্বাস্থ্য পরিষেবার জগতেই কাজ করছেন এবং এই হসপিটাল চালানোর ক্ষেত্রে তাদের পাশে রয়েছেন বিশিষ্ট চিকিৎসকরা, তাদের উপদেশ এবং পরামর্শ অনুযায়ী সবকিছু চলবে।। সব শেষে তিনি বলেন, লাইভ গার্ড মাল্টিস্পেশালিটি হসপিটাল বর্ধমানের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দেবে।