Snatching
দিনে দুপুরে এক মহিলার গলার হার ছিনতাই করতে গিয়ে ধরা পড়লো এক দুষ্কৃতি
Bengal Times News, 17 September 2023
কাজল মিত্র, পশ্চিম বর্ধমান : দিনে দুপুরে এক মহিলার গলার হার ছিনতাই করে পালাতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে গেল এক দুষ্কৃতী। রবিবার সালানপুর থানার রূপনারায়নপুর বাজার এলাকার ঘটনা। জানা যায় স্থানীয় এক মহিলা রূপনারায়ণপুর বাজার থেকে পুজোর সামগ্রি কিনে রূপনগরের দিক হয়ে বাড়ি ফিরছিলেন। তখনই জয়া রিসিপশন এর ঠিক পেছন আসতেই ঝাড়খন্ড নাম্বারের এক বাইকে করে দুই যুবক ওই মহিলার হার ছিনতাই করতে যায়। মহিলা চিৎকার করতেই স্থানীয় মানুষজন ছুটে আসে এবং ওই দুই যুবক ছিনতাই করে পালাতে গিয়ে বাইকটি পড়ে গেলে এক’জন কোন রকমে ছুটে পালিয়ে যায়। তবে স্থানীয় বাসিন্দারা একজনকে ধরে ফেলে।এবং ওই যুবককে গণধোলাই দেয়। এবং বাইকটি ভাঙচুর চালায়।
খবর পেয়ে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসে। স্থানীয়রা ওই ছিনতাইকারীকে রূপনারায়ণপুর পুলিশের হাতে তুলে দেয়। একই সঙ্গে ঝাড়খন্ড নাম্বারের ওই বাইকটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।
অভিযোগকারী পুনম সিং জানান, তিনি ও তার সাথে একজন রূপনারায়ণপুর বাজার থেকে বাজার করে আসার সময় ঠিক জয়া রিসিপশনের পিছনে আসতেই বাইকে করে আসা ২ যুবক তাঁর দেবীর গলার হার ছিনিয়ে নিয়ে পালাতে যায়। চিৎকার করতেই পালাতে গিয়ে বাইক থেকে পড়ে যায়। স্থানীয়রা একজনকে ধরে ফেলে অন্য একজন পালিয়ে যায়।