Folks Artist Convention
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকশিল্পীদের যোগ্য সম্মান দিয়েছেন
Bengal Times News, 17 September 2023
জগন্নাথ ভৌমিক, পূর্বস্থলি : বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকশিল্পীদের যোগ্য সম্মান দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় লোকশিল্পীদের জন্য অনেক কিছু করেছেন। এখন বিভিন্ন সরকারি প্রকল্পের প্রচার লোকশিল্পীরাই করেন। এই কাজে সান্মানিকও প্রদান করা হয়। কথা গুলো বলেন, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ।
পূর্ব বর্ধমানে লোকশিল্পীদের জেলাভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হলো পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নজরুল মঞ্চে। জেলার বিভিন্ন ব্লক থেকে প্রায় ৫০০ জন লোকশিল্পী এই সম্মেলনে অংশ নিয়েছেন। এই সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী স্বপন দেবনাথ আরও বলেন, এই সম্মেলনে বিভিন্ন আঙ্গিকের লোকশিল্পীরা অংশ নিয়েছেন সবচেয়ে বড় কথা মন্তেশ্বরের লোকশিল্পীরা ছৌ নাচ শিখছেন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় লোকশিল্পীদের যোগ্য সম্মান দিয়েছেন বলেই লোকশিল্পরাও উৎসাহিত।
প্রদীপ প্রজননের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। ছিলেন জেলা সমাজ কল্যাণ আধিকারিক সৌরভ কোলে, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মন্ডল, পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বিডিও দেবব্রত জানা, পূর্বস্থলী ১ পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক মল্লিক, জেলা পরিষদের সদস্য অপর্ণা মুন্সী, কাটোয়া মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সুস্মিতা মুখার্জী, কালনা মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অসিত ঘোষাল সহ অন্যান্যরা।
লোকশিল্পীদের জেলাভিত্তিক এই সম্মেলনের আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সরকারের লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র। সহযোগিতায় পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং ব্যবস্থাপনায় পূর্বস্থলী ১ পঞ্চায়েত সমিতি এবং শ্রীরামপুর - পূর্বস্থলী সংস্কৃতি ও ইতিহাস পরিমন্ডল।
মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, শুধুমাত্র পূর্ব বর্ধমান জেলাতেই ১২ হাজার লোকশিল্পী প্রতিমাসে এক হাজার টাকা করে ভাতা পাচ্ছেন। বাড়ির মহিলারা লক্ষীর ভান্ডার প্রতিমাসে এক হাজার টাকা করে পাচ্ছেন। বাড়ির পড়ুয়া ছেলেমেয়েরা সবুজ সাথী সাইকেল পেয়েছে, কন্যাশ্রীর টাকা পেয়েছে। আবার শিল্পীরা কোথাও অনুষ্ঠান করলে সেখানেও আবার এক হাজার টাকা করে পাচ্ছেন। বিনামূল্যে প্রতি মাসে রেশনে চাল আটা সহ অন্যান্য খাদ্য সামগ্রী পাচ্ছেন।