Development
উন্নয়নের আলোচনায় বিশিষ্ট ব্যবসায়ীদের মতামতকেও গুরুত্ব দিতে বার্তা দিলেন মন্ত্রী স্বপন দেবনাথ
Bengal Times News, 16 September 2023
জগন্নাথ ভৌমিক, পূর্বস্থলি : এলাকার সার্বিক উন্নয়নে স্থানীয় বিশিষ্টজন ও ব্যবসায়ীদের মতামতকে গুরুত্ব দিতে চাইছেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। ১৬ সেপ্টেম্বর এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে একটি উন্নয়ন মূলক আলোচনা সভা করেন। ওই সভায় পূর্বস্থলী দক্ষিণ কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ স্পষ্ট বার্তা দেন শুধু জনপ্রতিনিধিদের কথামতো নয়, এলাকার বিশিষ্ট ব্যক্তি ও ব্যবসায়ীদের মতামতকেও গুরুত্ব দিতে হবে। মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পূর্বস্থলী ১ পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক সহ স্থানীয় বিশিষ্টজন ও ব্যবসায়ীরা।
মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, এলাকায় গত এক দশকে যা উন্নয়ন হয়েছে তা অতীতে হয়নি। রাস্তা থেকে পানীয় জল, অলিগলিতে আলো পৌঁছে গিয়েছে। সুস্থ সংস্কৃতির প্রসার ঘটেছে। স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ হয়েছে। ব্যবসায়ী মহলেও ভালো উন্নয়ন হয়েছে। তাই পঞ্চায়েতের উন্নয়নে স্থানীয় বিশিষ্টজন ব্যবসায়ীদের মতামতকেও গুরুত্ব দিতে হবে।