Shiksharatna
শিক্ষক দিবসে রাজ্যে ৫২ জন শিক্ষক শিক্ষারত্ন পুরস্কারে ভূষিত হবেন
Bengal Times News, 4 September 2023
জগন্নাথ ভৌমিক : এবছর শিক্ষক দিবসে রাজ্যের ৫২ জন শিক্ষক শিক্ষারত্ন পুরস্কারে ভূষিত হবেন। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রয়েছেন ১৫ জন। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রয়েছেন ২৫ জন এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছেন ১২ জন। কলকাতার ধন ধান্য অডিটোরিয়ামে আয়োজিত শিক্ষক দিবসের অনুষ্ঠানে শিক্ষারত্ন পুরস্কার প্রদান করা হবে। মানপত্র, মেমেন্টো ও ২৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হবে পুরস্কার প্রাপক শিক্ষকদের হাতে। এই অনুষ্ঠানে প্রতিটি জেলা সদর থেকে ভার্চুয়ালি যুক্ত থাকতে পারবেন জেলার শিক্ষা মহল।
পূর্ব বর্ধমান জেলায় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কোনও শিক্ষক এবার শিক্ষারত্ন পুরস্কারের জন্য মনোনীত হননি।
তবে প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে এবার শিক্ষারত্ন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন পূর্বস্থলী ১ নং ব্লকের দোগাছিয়া অঞ্চলের মীনাপুর নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রসেনজিৎ সরকার।
হাই স্কুলের ক্ষেত্রে এবার শিক্ষারত্ন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন রায়না ২ ব্লকের পাঁইটা অঞ্চলের বেলার ভুড়কুন্ডা হাই স্কুলের প্রধান শিক্ষক ডঃ সুব্রত নায়েক।
ডঃ নায়েক শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন শুনে শিক্ষা মহলের অনেকেই উচ্ছ্বসিত। জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষক ডঃ সভাষ দত্ত বলেন, যোগ্য শিক্ষককেই মনোনীত করা হয়েছে। অত্যন্ত গুণীমানুষ তিনি।