Gold Biscuit Recover
ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান করা ১৪.৩ কেজি সোনার বিস্কুট আটক
Bengal Times News, 4 September 2023
পিআইবি, বেঙ্গল টাইমস নিউজ : রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর, বর্ডার সিকিউরিটি ফোর্সের সহায়তায় ২ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের নদীয়া জেলার গেদে-এর কাছে ভারত-বাংলাদেশ সীমান্তে সোনা চোরাচালানকারীদের বিরুদ্ধে একটি অভিযান সংগঠিত হয়।
এলাকায় অনুসন্ধানের ফলে ১৪.৩ কেজি ওজনের ১০৬ টি সোনার বিস্কুট এবং বিদেশী বংশোদ্ভূত সোনার কাটা টুকরা উদ্ধার করা হয়েছে। আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন বনাঞ্চলের একটি গর্তে চোরাচালান করা সোনার প্যাকেটগুলো পুঁতে রাখা হয়।
কাস্টমস অ্যাক্ট, ১৯৬২-এর বিধানের অধীনে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোনা চোরাচালান রোধে এবং সোনা চোরাচালানকারীদের দ্বারা গৃহীত অভিনব পদ্ধতির উদ্ঘাটনে ডিআরআই-এর জন্য এটা একটি বড় সাফল্য। আরও তদন্ত চলছে।