CMERI
বিজ্ঞানীদেরসাফল্য
বাজারে আসছে
ব্যাটারি চালিত ট্রাক্টর
Bengal Times News, 3 September 2023
অভিরূপ আচার্য, দুর্গাপুর : পেট্রোল ও ডিজেলের উত্তরোত্তর দাম বৃদ্ধির কারণে ব্যাটারি চালিত গাড়ির চাহিদা ক্রমশ বাড়ছে। সেই ভাবনা কে সামনে রেখেই রিক্সা, স্কুটার, মোটরসাইকেল, চার চাকা গাড়ির পর এবার ব্যাটারি চালিত ট্রাক্টরও আবিষ্কার করে ফেলল বিজ্ঞানীরা। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ইলেক্ট্রিক চালিত ট্রাক্টর তৈরি করে নজর কেড়েছে দুর্গাপুরের সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (CMERI) এর বিজ্ঞানীরা। দেশীয় প্রযুক্তিতে ট্রাক্টর বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন সিএমইআরআই এর বিজ্ঞানীরা।
বিজ্ঞানীদের দাবী কোন রকম জ্বালানী ছাড়াই লিথিয়াম ব্যাটারিতে চলবে এই ট্রাক্টর। মাত্র ৪ ঘন্টা চার্জ দিলে টানা ৪ ঘন্টা কাজ করতে পারবে। ১১ হর্স পাওয়ার থেকে ২৬ হর্স পাওয়ার পর্যন্ত ক্ষমতা কমানো বাড়ানোর ব্যবস্থা রয়েছে এই ট্রাক্টরে। এই ট্রাক্টরে ব্যাটারি চার্জের খরচ খুবই কম বলে দাবী বিজ্ঞানীদের। ব্যাটারি হবে ৭২ ভোল্টের। এই ট্রাক্টর যখন চাষের কাজে ব্যবহার করা হবে না, তখন অন্য কাজেও এর শক্তি ব্যবহার করা যেতে পারে। ট্রাক্টরের ব্যাটারির আয়ুস্কাল পাঁচ বছরের বেশি। এই ট্রাক্টরের মূল্য প্রান্তিক চাষিদের লাগালের মধ্যেই রাখা হয়েছে বলে জানা গেছে। দিল্লীতে ট্রাক্টরটির মডেল প্রদর্শিত হওয়ার পরেই কেন্দ্রীয় সরকারের প্রশংসাও পেয়েছেন বিজ্ঞানীরা। সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট এর অধিকর্তা নরেশ চন্দ্র মুর্মু জানান, "আমাদের এখানে প্রস্তুত হওয়ায় কোন লাইসেন্স ফি দিতে হবে না ক্রেতাদের"। তবে এখানেই থেমে থাকতে চাইছেন না সিএমইআরআই এর বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা এবার হাইড্রোজেন চালিত ট্রাক্টর নির্মানের পথে এগোচ্ছেন। চালকবিহীন ট্রাক্টর তৈরিরও পরিকল্পনা রয়েছে বিজ্ঞানীদের।